এক গ্লাস জল পেটে পড়লেই হবে রোগ মুক্তি!

জলই জীবন, সেই ছোটোবেলা থেকে এই কথাটা আমরা সবাই শুনে আসছি। খাবারের পাশাপাশি আমাদের শরীরের দরকার পর্যাপ্ত জল। কিন্তু আপনি কি জানেন ঠান্ডা জলের চেয়ে…

benifits-of-one-glass-water

জলই জীবন, সেই ছোটোবেলা থেকে এই কথাটা আমরা সবাই শুনে আসছি। খাবারের পাশাপাশি আমাদের শরীরের দরকার পর্যাপ্ত জল। কিন্তু আপনি কি জানেন ঠান্ডা জলের চেয়ে গরম জল খাওয়ার গুণ অনেক? হ্যাঁ, প্রতিদিন গরম জল খাওয়ার বেশ কিছু উপকারিতা হয়েছে। বিশেষ করে সকালে খালি পেটে একগ্লাস গরম জল আপনাকে দিতে পারে হাজারো সমস্যা থেকে মুক্তি।

সর্দি-কাশির আশঙ্কা কমে
এখন ভাইরাসের তাণ্ডবে আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছি। চিকিৎসকেরাও বলছেন বাড়ি ফিরে একটু গরম জল খেতে। এমনি ক্ষেত্রে সর্দি-কাশির সমস্যায় অনেকেই ভোগেন। তাই সারাদিনে একটু-একটু করে গরম জল খেলে সর্দি-কাশির আশঙ্কা কমবে।

   

অবসাদ দূর করে
নানা কারণেই মন-মেজাজ ভাল থাকে না? অবসাদ হচ্ছে না তো ভিতরে ভিতরে? এই সমস্যাও কমাতে পারে গরম জল। গরম জলে সামান্য মধু মিশিয়ে খেলে অবসাদের ভাব দূর হবে।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি
কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় ঈষদুষ্ণ জল। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা সকালে ঘুম থেকে উঠেই যদি এক গ্লাস উষ্ণ গরম জল খেতে পারেন তাহলে পেটের সমস্যা একেবারেই কমে যাবে। পেটের সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসকেরাও এই পরামর্শই দিয়ে থাকেন।

শরীরকে উষ্ণ রাখে
গরমকালে অনেকেই আছেন যাদের খুব বেশি ঘাম হয় না। শুনে কথাটি খুব ভালো মনে হলেও এই জিনিসটি কিন্তু মোটেই ভালো নয়। ঘাম বেরোনোর ফলে শরীর থেকে টক্সিন জাতীয় জিনিস বেরিয়ে যায়। তাই যেসব মানুষের ঘাম হয় না তারা যদি ঈষদুষ্ণ গরম জল খেতে পারে তাহলে শরীরের তাপমাত্রা হালকা বৃদ্ধি পায় এবং তার ফলে ঘাম হয়।

শরীর থেকে টক্সিন বের করে
আগেই বলা হয়েছে, ঈষদুষ্ণ জল খেলে শরীরের তাপমাত্রা বাড়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ঈষদুষ্ণ জল খাওয়ার ফলে শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থ সহজেই বেরিয়ে যায়। এর ফলে শরীর সুস্থ থাকে। প্রতিদিন সকালে এক গ্লাস করে ঈষদুষ্ণ জল পান করলে শরীরের তাপমাত্রা বাড়ে আর এর ফলে শিরা এবং রক্তজালক দিয়ে রক্তপ্রবাহ ভালো হয়।