পরিযায়ী ফুটবলার-২: বাংলা ছেড়ে দল বেঁধে চলে যাচ্ছেন দক্ষিণ ভারতে

দক্ষিণ ভারতে চলে যাচ্ছেন বাঙালি ফুটবলাররা। দরজা খুলে দিয়েছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব

Hira Mandal, Prabir Das, Faizal Ali

বাংলা বনাম দক্ষিণ ভারতের মধ্যে অলিখিত একটা লড়াই শুরু হয়েছে। সন্তোষ ট্রফি ফাইনালের পর থেকে কিছুটা এগিয়ে দক্ষিণ ভারত। বাংলার ফুটবলারদের (Bengal Footballers) দলে নেওয়ার জন্য সরাসরি প্রস্তাব রেখেছিল ইস্টবেঙ্গল। যে কোনো কারণেই হোক কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবকে বঙ্গ সন্তানদের বড় অংশ বেছে নেননি। খোলা প্রস্তাব থাকা সত্বেও বেছে নেননি। এটিকে মোহন বাগান বাঙালি খেলোয়াড় রিলিজ করেছে, মহামেডান স্পোর্টিং ক্লাব থেকেও ফুটবলার যোগ দিচ্ছেন অন্য ক্লাবে।

ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন একাধিক বাঙালি ফুটবলার। তারকাদের ভিড়ে তাঁরা সেখানে সুযোগ পাবেন কি পাবেন না সেটা পরের কথা। প্রশ্ন উঠবে, ফুটবলের মক্কা ছেড়ে দক্ষিণে কেন পাড়ি দিলেন তাঁরা?

   

বিগত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় ফুটবল পেয়েছে একাধিক শিরোপা। তৃণমূল স্তরের ফুটবল, আই লিগ, আইএসএল, সন্তোষ ট্রফি – প্রতি ক্ষেত্রে দক্ষিণ ভারতীয় ক্লাবের দাপট। অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে এসেছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব, কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, গোকুলাম ফুটবল ক্লাব।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ীবেঙ্গালুরুর আইএসএল দলে যোগ দিয়েছেন – হীরা মন্ডল, প্রবীর দাস, ফৈজল আলি । হীরা মন্ডল অনেক অপেক্ষার পর বেঙ্গালুরুর ক্লাবে সই করেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি ভালোবাসার কথা বারংবার ব্যক্ত করেছেন তিনি। ক্লাবের ভিতরে সব ঠিক থাকলে লাল হলুদ জার্সি পরেই হয়তো মাঠে নামতেন আগামী মরসুমে। প্রবীর দাসকে এটিকে মোহন বাগান রিলিজ করেছে। দল বদল করার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন। সবুজ মেরুন জার্সির প্রতি আলাদা টান অনুভব করেন। তবু তাঁকে খেলতে হবে বেঙ্গালুরুর হয়ে। সম্প্রতি সময়ের অন্যতম আবিষ্কার ফৈজল আলি । পার্ক সার্কসের এই ছেলেটি মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। আগেও বেঙ্গালুরু ফুটবল ক্লাবে যাওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। আগামী মরসুমে সুনীল ছেত্রীর পাশে খেললেও খেলতে পারেন।

এনাদের মধ্যে অনেকের সঙ্গে রয়েছে বাংলার কোনো না কোনো প্রধান ক্লাবের যোগ। এখন তাঁরা সেই ক্লাবের প্রাক্তন ফুটবলার। সুযোগের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে এখন দক্ষিণ ভারতে। সুযোগ কতোটা পেয়েছেন বা আগামী দিনে কতোটা পাবেন এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন