শীঘ্রই ভারতের বাজারে আসছে Realme Pad X ও Realme Watch 3

অন্যান্য ফোন কোম্পানীগুলির সঙ্গে টেক্কা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে চিনা স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি। এবার আজতাদের বেশ কিছু ডিজিটাল প্রোডাক্ট ভারতের বাজারে লঞ্চ করতে…

অন্যান্য ফোন কোম্পানীগুলির সঙ্গে টেক্কা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে চিনা স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি। এবার আজতাদের বেশ কিছু ডিজিটাল প্রোডাক্ট ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। রিয়েলমি ২০২২ সালের ২৬ জুলাই দুপুর সাড়ে ১২টা থেকে ভারতে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে রিয়েলমি রিয়েলমি প্যাড এক্স, রিয়েলমি ওয়াচ ৩, একটি পিসি মনিটর এবং দুটি কানের ফোন নিয়ে আসবে। অনুষ্ঠানের নাম Hey Creatives।

রিয়েলমির ট্যাবে থাকবে ১১ ইঞ্চির ডিসপ্লে, যার সঙ্গে থাকবে ২কে রেজোলিউশন। Realme Pad X অ্যান্ড্রয়েড 11-ভিত্তিক Realme UI 3.0 এ চলে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দ্বারা চালিত। এই ট্যাবে থাকবে ৬ GB Ram-এর সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

রিয়েলমি প্যাড এক্স-এ থাকবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেলফি-ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যা ১০৫ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেলের সাপোর্ট নিয়ে আসে। ট্যাবলেটটিতে থাকবে ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি প্যাড এক্স এর বেধ 7.1 মিমি হতে পারে এবং ওজন প্রায় 499 গ্রাম হতে পারে। কানেক্টিভিটির জন্য এতে থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। চলতি বছরের মে মাসে চীনে রিয়েলমি প্যাড এক্স লঞ্চ করেছে রিয়েলমি।

রিয়েলমি রিয়েলমি ওয়াচ ৩ ও ২৬ শে জুলাই ক্রিয়েটিভস ইভেন্টে চালু করা হবে। আপনাদের জানিয়ে রাখি, Realme Watch 3-ও রিয়েলমির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, এই ঘড়িটি বড় পর্দায় উপস্থাপন করতে পারবে প্রতিষ্ঠানটি। রিয়েলমি ওয়াচ ৩-এ একটি অ্যামোলেড প্যানেল এবং ব্লুটুথ কলিং বৈশিষ্ট্যও থাকবে। উপরন্তু, ঘড়ি একটি শারীরিক বোতাম সঙ্গে দেওয়া যেতে পারে।