FC Barcelona: বার্সেলোনায় যোগ দিলেন বায়ার্ন মিউনিখের গোলমেশিন

Robert Lewandowski joined FC Barcelona

মেসি ক্লাব ছাড়ার প‍র থেকেই একজন প্রকৃত গোলস্কোরারের অভাব ভুগিয়েছে বার্সেলোনা’কে (FC Barcelona) । কিন্তু অবশেষে আগামী মরশুম শুরু’র আগেই সেই সমস্যা মিটিয়ে নিলো স্পেনের এই বিখ‍্যাত ক্লাব।

চলতি দলবদলের বাজারে বাজিমাত করলো তারা বায়ার্ন মিউনিখের সুপারস্টার ফুটবলার রবার্ট লেবানডস্কি’কে দলে তুলে নিয়ে। তার জন্য বায়ার্ন’কে ৪২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে বার্সা। খুব শীঘ্রই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ,তার সাথে তিন বছরের চুক্তি করা হতে চলেছে।

   

এখনও জার্মানির ক্লাবের হয়ে বছর খানেকের চুক্তি বাকি রয়েছে লেবানডস্কি’র।তিনি নিজে স‌ংবাদ মাধ‍্যমে জল্পনা বাড়িয়েছিলেন ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে।জানিয়েছিলেন বায়ার্নের হয়ে আর নতুন করে কিছুই পাওয়ার নেই তার।ক্লাবের হয়ে আটটি বুন্দেসলিগা,একটি চ‍্যাম্পিয়ান্স লিগ জিতেছিলেন তিনি। ৩৮৪ ম‍্যাচে ৩১২ টা গোল’ও করেছিলেন জার্মান লিগে।চ‍্যাম্পিয়ান্স লিগে১০৬ টা ম‍্যাচে করেছিলেন ৮৬ টা গোল।তার আসায় কতোটা শক্তিশালী হলো বায়ার্নের আক্রমণ ভাগ,সেটা সময়’ই বলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন