বাংলাদেশের (Bangladesh) মহিলা ফুটবল (Womens Team) দল সাফ মাহিলা চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Championship) শিরোপা ধরে রেখেছে। যা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলদেশ এক নতুন অধ্যায় রচনা করেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে (Nepal) ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ (Bngaldesh)।
Jasprit Bumrah : শীর্ষ স্থান হারালেন জসপ্রীত বুমরার, দখল করলেন রাবাডা
ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি হলেও দু’দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ৫২ মিনিটে মনিকা চাকমার অসাধারণ গোলে বাংলাদেশ এগিয়ে যায়। কিন্তু নেপালও পিছিয়ে ছিল না। মাত্র চার মিনিট পর আমিশা কার্কির গোলে তাঁরা সমতায় ফেরে।
বসুন্ধরা বধের পর লক্ষ্য নেজমেহ এফসি, নতুন অঙ্ক অস্কারের!
এরপর বাংলাদেশ লিড নিতে মরিয়া হয়ে ওঠে। সাবিনা খাতুন, তহুরা ও অন্যান্য খেলোয়াড়রা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না। ৬৮ মিনিটে মারিয়া মান্দার দুর্দান্ত একটি শট নেপালের গোলকিপার আনজিলা সুব্বা ঠেকান।
Tiger Shroff : অভিনয় ছেড়ে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ টাইগার শ্রফের
ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ঋতুপর্ণা চাকমার বাম প্রান্ত থেকে দেওয়া ক্রস নেপালের গোলকিপার আটকে দিতে ব্যর্থ হন, এবং বল জালে প্রবেশ করে। এরপর বাংলাদেশ তাঁদের এই লিড ধরে রাখতে সক্ষম হয়।
Mohun Bagan SG : দীপাবলির আগে আত্মবিশ্বাসী হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের
এই জয় বাংলাদেশের মহিলা ফুটবল দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ২০২২ সালে একই মাঠে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতার পর এবার টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সাবিনা খাতুনরা সত্যিই সারা দেশের জন্য গর্বের বিষয়।
Heartiest Congratulations Bangladesh Women’s Football Team on winning its second consecutive SAFF Championship!#BCB #cricket #saffwomenschampionship #champions pic.twitter.com/ylAL9YitoV
— Bangladesh Cricket (@BCBtigers) October 30, 2024