Bangladesh: অবিভক্ত ভারতের ১৬০ বছরের ভাতা নিয়ম বাতিল, বাংলাদেশ জুড়ে রেল ধর্মঘট

শতাধিক বর্ষ পুরনো ভাতা নিয়ম বন্ধ হতেই বুধবার ভোর থেকে হঠাৎ বাংলাদেশ (Bangladesh) জুড়ে রেল ধর্মঘট শুরু হয়েছে। ট্রেন চালক ও বাংলাদেশ রেলওয়ের কর্মীরা কেউ কাজে আসেননি। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।

ভাতা পেনশনে যোগ হবে না, অর্থ মন্ত্রলালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে রেলের চালকসহ রানিং স্টাফদের আকস্মিক কর্মবিরতিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার রাত ৩টা থেকে ট্রেন চালাচ্ছেন না তারা।

   

বাংলাদেশ অর্থমন্ত্রক বাতিল করেছে ১৬০ বছরের পুরনো নিয়ম। অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনে যে নিয়ম ছিল তা পরে পাকিস্তান আমলেও চালু ছিল। সেই নিয় বাংলাদেশে চালু রাখতে হবে। এমনই দাবিতে ধর্মঘট চলছে।

১৬০ বছরের পুরনো এই নিয়মে এতদিন রেলের রানিং স্টাফরা দিনে ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ মাইলেজ ভাতা পান। সেই ভাতার ৭৫ শতাংশ পেনশনের সঙ্গে যোগ হয়। ১৬০ বছর ধরে এ নিয়ম চলে আসছে।

গত ৪ নভেম্বর বাংলাদেশ অর্থমন্ত্রক পুরনো আইনানুযায়ী ভাতা পেনশনে যোগ করা সম্ভব নয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে তখন থেকেই আন্দোলন করছেন বাংলাদেশ রেলের রানিং স্টাফরা। গত ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি ছিল তাদের। পরে রেল সচিবের সঙ্গে বৈঠকে তা স্থগিত হয়।

রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার জানান, যে কোনো কর্মসূচির অন্তত ৭২ ঘণ্টা আগে জানাতে হয়। ট্রেনচালকরা হঠাৎ করেই ভোর থেকে ধর্মঘটের ডাক দিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ে সোসাইটির সভাপতি মহম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল থেকে যেসব ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো ছেড়ে যায়নি। গত রাত থেকেই চালকসহ রানিং স্টাফরা সংশ্লিষ্ট কাজে বিরতি করেছে।

ঢাকার কমলাপুর রেলস্টেশন সহ সারা দেশের কোনও স্টেশন থেকেই ট্রেন ছাড়ছে না। হুট করে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রেলে চলাচল করা যাত্রীরা

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলি বলেছেন, ‘মধ্যরাত থেকে কোনো ট্রেন ছাড়েনি। চালক, স্টাফ না থাকায় বিলম্ব হচ্ছে। ট্রেন চালাতে রানিং স্টাফদের সঙ্গে আলোচনা চলছে। তাদের দাবির বিষয়েও আলোচনা করা হচ্ছে। রেলওয়ে তাদের ভাতা বাতিল করেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন