Bangladesh: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঘরে ‘খেলা হবে’ ভোট

হাসতে হাসতে ব্যালটে ভোট দিলেন খেলা হবে জন্মদাতা

যে রাজনৈতিক চর্চিত স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে কাঁপিয়ে দিয়েছে তার উৎসভূমি বাংলাদেশের (Bangladesh) নারায়ণগঞ্জে বহু চর্চিত পুরনিগম ভোট হয়ে গেল।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভোটের শেষ বেলায় নাটকীয় পরিবেশ তৈরি করে বাংলাদেশের বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমান ভোট দিলেন। তাঁর এলাকা নারায়ণগঞ্জে দলীয় প্রার্থী তথা মেয়র মনোনীত ডা.সেলিনা হায়াৎ আইভীর দুশ্চিন্তা এতে কাটছে না। দলীয় অন্তর্ঘাতের ভয় রয়েছে।

   

সাংসদ শামীম ওসমান মুখে বলছেন নৌকার প্রার্থী (আওয়ামী লীগের প্রতীক) হারবে না। তবে দলীয় অন্দরমহলের গুঞ্জন, এত নিরুপদ্রব ভোট আসলে ঝড়ের পূর্বলক্ষণ নয় তো। এদিন ভোট দিয়েই শামীম ওসমান আর বিতর্কিত খেলা হবে স্লোগান তোলেননি। তবে প্রচারে বলেছিলেন, খেলা হবে। সব খেলাতেই জিতব।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র  ডা.সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাংসদ শামীম ওসমানের সংঘাত বারবার আওয়ামী লীগের গলার কাঁটা হয়েছে। সিটি কর্পোরেশন ভোটে সেই সংঘাত তীব্র হয়। সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশ আসার পর দুপক্ষ সমঝে নেয়। তবে চোরাস্রোত বইছে এটা স্পষ্ট।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও নির্দল তৈমূর আলম খন্দকার। তৈমুর বিএনপি নেতা। তবে বিএনপি এই ভোটে অংশ নেন। দুই প্রার্থীর কেউই বড় ধরনের কোনও অনিয়মের অভিযোগ করেননি।

তৃতীয়পক্ষ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটব্যাংক রয়েছে। তাদের ভোট প্রাপ্তি দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর জয়ের পথে কাঁটা বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন