Bangladesh: এখনও বহু নিখোঁজ, শীতলক্ষ্যার তীরে সেই লঞ্চে নেই কোনও দেহ

এত যাত্রী কোথায় গেল? বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ নৌ দূর্ঘটনার পর ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের পর থেকে প্রশ্ন ঘুরছে। শীতলক্ষ্যা নদীর তীরে টেনে তোলা লঞ্চের ভিতর…

এত যাত্রী কোথায় গেল? বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ নৌ দূর্ঘটনার পর ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের পর থেকে প্রশ্ন ঘুরছে। শীতলক্ষ্যা নদীর তীরে টেনে তোলা লঞ্চের ভিতর কোনও যাত্রীর দেহ মেলেনি জানিয়েছে উদ্ধারকারী দল।

Advertisements

অথচ ভিডিওতে স্পষ্ট মালবাহী জাহাজ পিছন থেকে ধাক্কা মারলে বহু যাত্রী নিয়ে ডুবেছিল সেই লঞ্চ। দুর্ঘটনার তিনদিন পরেও বেশিরভাগ যাত্রী নিখোঁজ। কয়েকজন সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন।

   

রবিবার দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে মালবাহী জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।  

বাংলাদেশ নৌ পরিবহণ বিভাগ জানাচ্ছে, দুর্ঘটনার তৃতীয় দিন পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। যে লঞ্চ ডুবেছিল তাতে শতাধিক যাত্রী ছিলেন বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের জেলাশাসক মহম্মদ মঞ্জুরুল হাফিজ বলেন, লঞ্চডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তারা প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানানো হবে।