East Bengal: ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভেসে উঠল রঞ্জন ভট্টাচার্যের নাম

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আগামী দিনের কোচ কে হবেন সে বিষয়ে আগ্রহ রয়েছে। মনে করা হচ্ছে প্রাথমিকভাবে ভারতীয় কোনও কোচের কাঁধে তুলে দেওয়া হতে পারে…

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আগামী দিনের কোচ কে হবেন সে বিষয়ে আগ্রহ রয়েছে। মনে করা হচ্ছে প্রাথমিকভাবে ভারতীয় কোনও কোচের কাঁধে তুলে দেওয়া হতে পারে দায়িত্ব। সম্প্রতি কলকাতা ময়দানের পরিচিত এক নাম ভেসে উঠেছে ফুটবল মহলে।

শোনা যাচ্ছে রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে ক্লাবের। রঞ্জন জর্জ তেলিগ্রাফে কোচিং করিয়েছেন। এবং বাংলার সন্তোষ ট্রফি দলের প্রধান কোচ। আসন্ন কলকাতা ফুটবল লিগ এবং ডুড়ান্ড কাপের জন্য তাঁকে ইস্টবেঙ্গল ক্লাব দায়িত্ব দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। 

   

ইস্টবেঙ্গল কর্তারা আপাতত ঘরোয়া ম্যাচে ফুটবলার রিক্রুট করার দিকে মন দিয়েছেন। কাজ চলছে। প্রাক্তন ফুটবলারদের যুক্ত করা হয়েছে ক্লাবের সঙ্গে। কোচের বিষয়টি তাঁদের মাথাতেও রয়েছে। যদিও আগামী দিনে লাল হলুদ ব্রিগেডের হেডস্যার কে হবেন তা ঠিক করা হয়নি বলে জানা গিয়েছে। সম্প্রতি ক্লাবের সঙ্গে যুক্ত এক প্রাক্তন ফুটবলার বলেছেন, “ইস্টবেঙ্গল ক্লাব আগামী দিনে কাকে কোচ হিসেবে নিযুক্ত করবে সে বিষয়ে কথা হয়নি। দেখা যাক। আমরা অবশ্যই পরামর্শ দেবো।”

দল গঠনের কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে সপ্তাহের শুরু থেকে কাজ শুরু করে দিয়েছে ক্লাব। কল্যাণী, নৈহাটির মাঠে আয়োজিত খেলার দিকে নজর থাকবে ইস্টবেঙ্গলের।