Bangladesh: রাতভর আগুন নিয়েই ভাসল লঞ্চ, পোড়া দেহগুলো গাফিলতির নির্বাক সাক্ষী

News Desk: নদীর নাম সুগন্ধা। সেই নদীতেই পোড়া দেহের গন্ধ মিশেছে। সারি সারি দেহ পুড়ে কাঠ। সবাই জ্বলে যাওয়া এমভি অভিযান নামের লঞ্চের যাত্রী ছিলেন।…

News Desk: নদীর নাম সুগন্ধা। সেই নদীতেই পোড়া দেহের গন্ধ মিশেছে। সারি সারি দেহ পুড়ে কাঠ। সবাই জ্বলে যাওয়া এমভি অভিযান নামের লঞ্চের যাত্রী ছিলেন। বাংলাদেশ নৌ পথ পরিবহণ বিভাগ সূত্রে খবর, অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শতাধিক অগ্গিদগ্ধ। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল বরিশাল বিভাগের ঝালকাঠি।

বড়দিনের আগেই মর্মান্তিক নৌ দুর্ঘটনা বাংলাদেশে।ঢাকা থেকে দুশোর বেশি যাত্রী নিয়ে বরিশালের বরগুনা যাচ্ছিল এমভি অভিযান নামের যাত্রীবাহী লঞ্চটি। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ মঈনুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সুগন্ধা নদীর উপরে জ্বলতে থাকা লঞ্চে আগুনে পুড়তে থাকা যাত্রীদের করুণ আর্তনাদ শুনেছেন পাড়ে থাকা বাসিন্দারা। সকাল হতেই মানুষ পোড়ার গন্ধ ছড়িয়েছে সুগন্ধা নদীর দুই পারে।

ঝালকাঠি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় পৌঁছালে লঞ্চটির ইঞ্জিন কক্ষে আগুন লাগে।

আগুন দেখে আতঙ্ক ছড়ায়। এর পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করছেন।