Bangladesh: রণক্ষেত্র ঢাকায় বন্ধ ইন্টারনেট, ফের ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ

ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে হামলার জেরে হামলা চলছেই। যে যাকে পারছে মারছে। পুলিশ ফাটাচ্ছে কাঁদানে গ্যাস। ছুঁড়ছে রাবার বুলেট। জখম শতাধিক। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের (Bangladesh)…

ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে হামলার জেরে হামলা চলছেই। যে যাকে পারছে মারছে। পুলিশ ফাটাচ্ছে কাঁদানে গ্যাস। ছুঁড়ছে রাবার বুলেট। জখম শতাধিক। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার অতি জনবহুল নিউমার্কেট এলাকায়। অনেকের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজে। সোমবার গভীর রাতে বচসার জেরে যে সংঘর্ষের সূত্রপাত তার রেশ মঙ্গলবার দিনভর চলে। বিকেলের পর থেকে আরও সংঘর্ষ ছড়াতে শুরু করেছে।

আসন্ন ঈদের আগে এই সংঘর্ষের জেরে লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই। একের পর এক দোকানে লুঠ, ভাঙচুর, আগুন ধরানো হয়। বহু ব্যবসায়ী সর্বশ্রান্ত। আবার ব্যবসায়ীদের হামলায় ঢাকা কলেজের পড়ুয়াদের অনেকে জখম।

পরিস্থিতি কোনওভাবেই আয়ত্বে আনতে পারছে না ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন বিকেলের মধ্যে সব কুল ডাউন হয়ে যাবে। কিন্তু সংঘর্ষ আরও ছড়াতে শুরু করেছে।

উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি জানান, আগাম ছুটি ঘোষণা করা হলো ঢাকা কলেজে। একেবারে ঈদের পর ৫ মে কলেজ খুলবে। কলেজের পড়ুয়াদের দ্রুত হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়। এর জেরে আরও বিতর্ক। ঢাকা কলেজের বেশিরভাগ আবাসিক পড়ুয়া এত দ্রুত হস্টেল ছাড়তে নারাজ। সরকারি নির্দেশের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ।

উত্তপ্ত নিউমার্কেট এলাকায় বন্ধ রয়েছে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা। দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাত থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করছেন তারা। নিউমার্কেটের সামনে টায়ারে আগুন জ্বলতে দেখা গেছে। টায়ারের পাশাপাশি ফুটপাতে থাকা দোকানের জিনিসপত্রেও আগুন জ্বলতে দেখা গেছে।