চমকে গেল বিশ্ব। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) রাজপথে এক খাঁচাবন্দি মানুষের আহ্বানে পড়েছে বিশ্বজোড়া শোরগোল। খাঁচায় আবদ্ধ পশু-পাখিদের মুক্তির দাবিতে রাজপথে নিজেকেই খাঁচাবন্দি করেছেন এই ব্যক্তি। তাঁর নির্বাক আহ্বানের ছবি সামাজিক গণমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছ সর্বত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিজেকে খা়ঁচাবন্দি করেছেন হোসেন সোহেল নামে এক ব্যক্তি। তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ টেলিভিশন সংবাদ চ্যানেলের উপস্থাপক। তাঁর সংস্থা একাত্তর টিভির (৭১ টিভি) সহকর্মীরা জানান, সোহেল বন্যপ্রা়ন সংরক্ষণ নিয়ে গবেষণা করেন। তিনি বিবিসির সঙ্গেও কাজ করেছেন।
খা়ঁচাবন্দি সোহেল জানান টানা তিনদিন খাঁচায় বন্দি হয়ে থাকবেন। সোহেল বলেছেন খাঁচাবন্দি প্রাণীরা মুক্ত হোক। তবে দীর্ঘদিনের এমন একটি ব্যবস্থা আমি একা পরিবর্তন করতে পারবনা। তাই লড়াইটা আমার নিজের সাথে নিজের। এখানে সরকার, রাজনীতি, সংগঠন , সংস্থা, কেউ জড়িত নয়।
সোহেল বলেন, আমিও যন্ত্রণা নিতে চাই যেভাবে খাঁচায় বন্দি প্রাণীরা যন্ত্রণা পায়। আপনারা সকলে গালি দিন। আমি হেরে যাবো না। যারা প্রকৃতি ভালোবাসেন তারা পাশে থাকবেন। সোহেল হোসেনের দাবি মুক্ত হোক সকল খাঁচাবন্দি প্ৰাণী।
পঞ্চাশোর্ধ্ব সোহেল হোসেন বলেছেন, এই পৃথিবী কারোর একার নয়। সবার। আমরা প্রকৃতির সন্তান। আমরা প্রকৃতিকে বাদ দিয়ে সব বিচার-বিশ্লেষণ করতে চাই। প্রকৃতিকে খাঁচায় বন্দি করে নির্যাতন করি। এটা নিষ্ঠুরতা।