কাশ্মীর ইস্যুর নিষ্পত্তি চায় ইসলামাবাদ, মন্তব্য পাকিস্তান সেনাপ্রধানের

আলোচনা ও কূটনীতির মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান চায় পাকিস্তান। পাশাপাশি ভারতের সঙ্গে অন্যান্য সমস্ত বিরোধও মিটিয়ে নিতে আগ্রহী ইসলামাবাদ। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমেরিকার সাথে চমৎকার কৌশলগত সম্পর্কের দীর্ঘ ইতিহাস” এবং চীনের সাথে “ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে তোলার পাশাপাশি ভারতের সঙ্গেও সমস্যার দ্রুত নিষ্পত্তি চায় তারা।

প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হতে চলেছেন। তার আগে পাকিস্তানকে বিদেশী নীতির দিকে মনোনিবেশ করতে সচেষ্ট। গত বৃহস্পতিবার ইমরান খান বিরোধীদের উপর বিদেশি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। এর পিছনে আমেরিকার হাত রয়েছে বলেও ইঙ্গিতে বোঝান তিনি। তাঁর রাশিয়া সফরের পর এই মন্তব্য নিয়ে সরগরম হয় রাজনৈতিক মহল। ঠিক তার পরই, শনিবার, পূর্ব সীমান্তে পরিস্থিতি এবং এলওসি-র “সন্তোষজনক এবং মোটামুটি শান্তিপূর্ণ” হওয়াতে পাকিস্তানের “স্বস্তি” এবং প্রতিপক্ষ ও মিত্রশক্তির বিষয়ে জেনারেল বাজওয়া এই বিবৃতি দিলেন।

   

ইসলামাবাদ সিকিউরিটি ডায়ালগ নামক একটি অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, উপসাগরীয় অঞ্চলে বিশ্বের এক-তৃতীয়াংশ কোনো না কোনো সংঘাত ও যুদ্ধে জড়িত রয়েছে। এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে দূরে রাখা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন যে কাশ্মীর ছাড়াও পাকিস্তান ভারত-চীন সীমান্ত বিরোধকে অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের তাদের আবেগগত এবং উপলব্ধিগত পক্ষপাতের ঊর্ধ্বে উঠে এবং প্রায় তিন বিলিয়ন মানুষের শান্তি ও সমৃদ্ধি আনতে ইতিহাসের শিকল ভেঙে ফেলার সময় এসেছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন