৬ বছর ধরে সামলেছেন মোদী-সরকারের মন্ত্রক সামলেছেন তিনি৷ এখন দলবদল করে তৃণমূলের বিধায়ক৷ কিন্তু এই বাবুল (Babul Supriyo) কী মমতার মন্ত্রিসভার সদস্য হবেন? রাজনৈতিক মহলে তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। যদিও বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটল, যখন বাবুলকে স্বরাষ্ট্র, কর্মীবর্গ, আইন ও বিচারব্যবস্থার স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হিসাবে বেছে নেওয়া হল৷
নিয়মানুযায়ী মন্ত্রিসভার কোনও সদস্য স্ট্যান্ডিং কমিটির স্থায়ী পদে থাকতে পারেন না। তবে কী মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল? বিধানসভার শপথ নেওয়ার পরেই দ্রুত এই ঘোষণার পরেই বিরাট সিদ্ধান্ত নেওয়া হল৷
খুব শীঘ্রই মন্ত্রিসভায় বিরাট রদবদল হতে পারে। সেখানে বাবুলকে নিয়ে প্রবল চর্চা শুরু হয়। সুব্রত মুখ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেও সুব্রত মুখ্যোপাধ্যায়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রক না পেলেও অন্য কোনও মন্ত্রকে তাঁর শিকে ছেঁড়ার কথা ছিল। কিন্তু তা হল না।
তৃণমূলে প্রথম থেকেই প্রথম একাদশে লড়াইয়ের পরিকল্পনা ছিল বাবুলের৷ কিন্তু তা এখন থাকছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর পিছনে অবশ্য বালিগঞ্জের ফলাফলের মার্জিনের দিকেই তাকাচ্ছেন সকলে। তবে মন্ত্রিসভা খুইয়ে দলবদলু বাবুল তৃণমূলে এসে এই প্রতিদান মেনে নেবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।