নর্থ ইস্ট ইউনাইটেডের এই ফুটবলারকে দলে পেতে চাইছে ATK Mohun Bagan

Imran Khan

ব‍্যস্ত দলবদলের মরশুম। এই বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে ভারতের বিভিন্ন ক্লাব গুলো, পিছিয়ে নেই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নতুন মরশুমে ঘর গোছানোর পালা জারি আছে তাদের।

Advertisements

শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের মনিপুরি মিডফিল্ডার ইমরান খানকে (Imran Khan) দলে পেতে চাইছে সবুজ মেরুন শিবির । যদিও এখনও সংশ্লিষ্ট ফুটবলারের সাথে আরও একবছরের চুক্তি বাকী আছে তার বর্তমানের ক্লাবে। তবে শোনা যাচ্ছে ভালো ট্রান্সফার ফি পেলে তাকে ছেড়ে দিতে পারে আইএসএলের ক্লাব । শেষ অবধি এখন কি হয় সেটাই দেখার বিষয়।

Advertisements

ইমরানের কেরিয়ারের শুরু’টা কলকাতার মহামেডানের হয়ে।এরপর গোয়া , তারপর লোনে গোকুলাম কেরালা এবং মোহনবাগানে এসেছিলেন।কিন্তু ২০১৯ সালে সবুজ মেরুনের হয়ে খুব বিশেষ খেলার সুযোগ পাননি তিনি।এবার এই চুক্তি বাস্তবের রুপ নিলে তিনি শেষ অবধি সুবজ মেরুনের জার্সি গায়ে মাঠে নামেন কিনা,নজর থাকবে সেই দিকে।