বিদেশি স্ট্রাইকার হয়তো চূড়ান্ত করে ফেলেছে ATK Mohun Bagan

আগামী মরশুমের জন্য তৃতীয় বিদেশি হয়তো চূড়ান্ত করে ফেলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সোমবার বিকেলে এমন গুঞ্জন ফুটবল মহলে শোনা যাচ্ছে।     ট্রান্সফার…

ATK Mohun Bagan

short-samachar

আগামী মরশুমের জন্য তৃতীয় বিদেশি হয়তো চূড়ান্ত করে ফেলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সোমবার বিকেলে এমন গুঞ্জন ফুটবল মহলে শোনা যাচ্ছে।

   

ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগে থেকেই দল গঠন নিয়ে ভাবতে শুর করে দিয়েছিল এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। উইন্ডো খোলার পর পরিকল্পনা মতো এগিয়েছে ক্লাব। দল বদলের বাজারে খুব একটা চর্চায় না থাকলেও নিজেদের কাজটা তারা ঠিকই গুছিয়ে নিয়েছে।

এখনও পর্যন্ত যা খবর, তাতে স্পেনের কোনো ফরোয়ার্ডকে সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে। সমর্থকরা আশা করেছিলেন বড় কোনো নাম হয়তো আক্রমণভাগে থাকবে। সেটা হয়তো হচ্ছে না। খুব নামকরা কেউ হয়তো প্রতিপক্ষের গোল সামনে থাকবেন না।

ময়দানে বেশ কয়েকটি নাম আলোচনায় ছিল। শোনা গিয়েছিল ইরানের এক নামজাজা খেলোয়াড়ের নাম। ইরানিয় ফরোয়ার্ডের সম্ভাবনা হয়তো সত্যি হচ্ছে না। স্প্যানিশ গোলমেশিনকে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সিতে। তারকা তকমা প্রাপ্ত না হলেও সে গোলটি চেনে।