মার্চের পর ফের রক্তাক্ত হামলায় কেঁপে উঠলো ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, ইউক্রেনের আশেপাশের শহরগুলিতে রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় (Russia’s missile attack ) অন্তত ২৩ জন নিহত হয়েছে।
কিয়েভের প্রশাসন জানিয়েছে, মার্চের শুরুর পর থেকে রাজধানীতে এটি প্রথম বড় হামলা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, তারা ২১টি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিক করেছে।
হামলায় প্রায় ১০টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে তিনটি শিশুকে উদ্ধার করা হয়েছে।ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, উমানের একটি বহুতলে হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। জেলেনস্কি হামলার পরে এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, এই সন্ত্রাসের উচিত জবাব অবশ্যই ইউক্রেন এবং বাকী বিশ্বের দেশগুলি রাশিয়াকে দেবে’।
যে বহুতলে হামলা চালানো হয়, সেখানে কপাল জেরে প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানাচ্ছেন, “আমার প্রতিবেশীরা আর কেউই বেঁচে নেই,’। তাকে বারান্দা থেকে দমকলকর্মীরা উদ্ধার করেন। চারটি শিশু সহ কমপক্ষে ২৩ জন সাধারণ মানুষ এই হামলায় নিহত হয়েছেন।
হামলায় ২৭ টি ফ্ল্যাট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিয়েভও পশ্চিমী শক্তিকে ঠেকাতে শ’য়ে শ’য়ে ট্যাংক এবং সাঁজোয়া যান ব্যবহার করে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।”