Anubrata Mondal: ছলছল নয়নে কেষ্ট এখন ভিজে বেড়াল

সকাল থেকে সিবিআইয়ের কড়া প্রশ্নবাণ। শেষে আদালতের নির্দেশনামার পর এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাঝে সাংবাদিকদের প্রশ্ন৷ দলের সিদ্ধান্ত কানে আসছে (Amubrata Mondal) অনুব্রতর। আর থাকতে পারলেন না৷ ছলছল নয়ন বলে দিচ্ছিল আজ বড় অসহায়৷

Advertisements

এই নিয়ে দশবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন বীরভূমের ডাকাবুকো নেতা। কথায় রয়েছে, বীরভূমে অনুব্রতর নামে বাঘে গরুতে এক ঘাটের জল খায়৷ কিন্তু বৃহস্পতিবার সকালে বদলে গেল ছবি৷ শতাধিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল বোলপুরে নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি। ৮ অফিসারদের প্রশ্নের পরেই বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হল অনুব্রতকে৷

দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত। স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে দেওয়া হল ওষুধ৷ আরও এক রাউন্ড জিজ্ঞাসাবাদের পর অনুব্রতকে নিয়ে আসা হল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে৷ সেখানে অনুব্রতকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিল বিচারক৷ কিন্তু শারীরিকভাবে এমনিতেই বেশ কিছু মাস ধরে দুর্বল অনুব্রতর চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আপাতত সিজিও কমপ্লেক্সে থাকবেন তিনি।

Advertisements

এদিন জামিনের আবেদন করলেন না অনুব্রত মণ্ডলের আইনজীবী৷ দলের নির্দেশ নিয়ে কী বলবেন? সাংবাদিকদের একের পর এক প্রশ্নে চুপ করে রইলেন কেষ্ট। সংবাদমাধ্যমে বারবার যিনি একাধিক বাক্যে চমক দিয়েছেন আজ তিনি চুপ৷

এদিন তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোনও অনৈতিক ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না। দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দুর্নীতিকে কোনও ভাবেই মেনে নেবে না দল। একই কথা বলেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবেই মানুষের পক্ষে ক্ষতিকর এমন কোনও কাজ করলে, মানুষকে ঠকালে দল কোনও ভাবেই কাউকে সমর্থন করবে না। তবে অনুব্রতকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু সে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।