শ্রেনিকক্ষে পড়ে আছে পড়ুয়াদের দেহ। গুলিবিদ্ধ। মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে এসেছে। কারোর গলা বুক পেট গুলিতে ঝাঁঝরা। এমনই সার সার ছাত্র-ছাত্রীর মৃতদেহ ছড়িয়ে আছে বিদ্যালয়ের মধ্যে। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সাথে জড়িত এক সশস্ত্র গোষ্ঠির হামলায় (ISIS Attack) রক্তাক্ত আফ্রিকা। উগান্ডায় কমপক্ষে ৪১ জন পড়ুয়াকে খুন করেছে জঙ্গিরা।
উগান্ডায় এই গণহত্যা ঘটনায় বিশ্ব শিহরিত। পশ্চিম উগান্ডার কাসেজে জেলায় এই গণহত্যা সংঘটিত হয়েছে। নিহত ৪১ জনের মধ্যে ৩৭ জনই পড়ুয়া। নিহত পড়ুয়াদের ২০ জন ছাত্রী ও ১৭ জন ছাত্র। পুরো বিদ্যালয়টি গণহত্যার কেন্দ্র।
বিবিসি জানাচ্ছে, পশ্চিম উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত একটি সশস্ত্র গোষ্ঠি হামলা চালায়। লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয় বধ্যভূমি। মৃতদের মধ্যে ছাত্রাবাসের পড়ুয়া। বিদ্যালয়ের বহু ছাত্রী অপহৃত।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পার্বত্য বিভাগের কমান্ডার সুজা জানান, সন্দেহভাজন বিদ্রোহীরা পশ্চিম উগান্ডার কাসেজে জেলায় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছিল। আমাদের সন্দেহ যে তারা প্রায় ছয় ছাত্রকে অপহরণ করেছে। জঙ্গি দমনে সেনা অভিযান শুরু করেছে কঙ্গো সরকার।



