দেশের জন্য প্রাণ দিতেও ভয় পান না তাঁরা (Army)। সেখানে আঘাত! ব্রেনের ভিতর ক্ষত দগদগে হওয়ার পরেও হাত থেকে রাইফেল রাখতে নারাজ সেনা।
‘দ্য গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে সেনা জীবনের বিস্ময়কর ছবি। অভিজ্ঞ নীল এডওয়ার্ডস বহু বছর কাটিয়েছেন মার্কিন সেনার। তালিবানের বিরুদ্ধে লড়েছিলেন আফগানিস্তানে।
‘একদিন তালিবানদের ছোঁড়া রকেট আমাদের গাড়িগুলোতে আঘাত হেনেছিল। মারমুখী হয়ে উঠেছিল জঙ্গিরা’ স্মৃতি ঘেঁটে বলেছেন নীল।
৩০ জুন ২০১৩
বেলা তখনও খুব বেশি হয়নি। সকাল বলা চলে। অতর্কিত রকেট হামলা হকচকিয়ে দিয়েছিল এডওয়ার্ডসদের। ‘মাথা বাঁচিয়ে কোনো রকমে ছুটছিলাম। একটু দূরেই আমাদের নিরাপদ আস্থানা ছিল।’ এদিন আর নিরাপদে পৌঁছতে পারেননি তিনি। রকেট হামলার মুখে পড়েছিলেন নীল।
বিজ্ঞান উন্নত হয়েছে। শরীরের কোনও অংশ সামান্যতম সমস্যা থাকলেও ধরে ফেলবে প্রযুক্তি। পরে জানা গিয়েছিল নীলের ব্রেনে আঘাত রয়েছে। বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে আঘাত স্পষ্ট।
নীলের মতো আরও অনেক সেনা কর্মীর এমন আঘাতের হদিশ মিলেছে ক্রমশ। কিন্তু কেউই ভীত নন। লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য আগের মতো প্রস্তুত। কর্মে অবিচল।