Pakistan: কুর্সি বাঁচানোর চেষ্টা সেনাপ্রধান ও আইএসআই প্রধানের সঙ্গে বৈঠক ইমরানের

অনাস্থা ভোটের আগে কুর্সি বাঁচাতে ততপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সেনাপ্রধান ও আইএসআই-এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করলেন তিনি। এর কয়ের ঘণ্টা পর জাতীয়…

অনাস্থা ভোটের আগে কুর্সি বাঁচাতে ততপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সেনাপ্রধান ও আইএসআই-এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করলেন তিনি। এর কয়ের ঘণ্টা পর জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডেকেছেন ইমরান খান। অনেকেই মনে করছেন রবিবার অনাস্থা ভোট। তার আগে কুর্সি বাঁচানোর শেষ চেষ্টা করছেন ইমরান। তাই সামরিক প্রধানদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে পৌঁছাতে দেখা গিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আইএসআই-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমকে। পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই প্রধানদের সাথে তার বৈঠকের মাত্র কয়েক ঘন্টা পরে, প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডেকেছেন।

এমকিউএম ইমরান খানের পিটিআই-এর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে৷ ৩ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা ভোট হবে। এদিন প্রধানমন্ত্রী ইমরান খানকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন বলে মনে করা হচ্ছে৷ পিএমএল-এন-এর নেতৃত্বে পাকিস্তানের বিরোধীরা ৩ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা ভোটের আগে ইমরান খানের পদত্যাগ চেয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।