Arjun Singh: দুর্নীতিকে চাপা দিতে অর্জুনের দাওয়াই ‘ভুল শুধরে নিন’

রাজ্যের শাসক দলের ওপর একের পর এক দুর্নীতির অভিযোগ আসছে। অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শাসক দলকে। এমনকি শতকরা বিচারে সততা নিয়েও প্রশ্ন উঠছে তৃণমূলের…

Arjun Singh

রাজ্যের শাসক দলের ওপর একের পর এক দুর্নীতির অভিযোগ আসছে। অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শাসক দলকে। এমনকি শতকরা বিচারে সততা নিয়েও প্রশ্ন উঠছে তৃণমূলের দিকে। আর এইসব প্রশ্নেরই উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন দলের তাবড়তাবড় নেতারা৷ দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ যেভাবে সামনে আসছে তাতে কীভাবে সামাল দেওয়া হবে? কিভাবেই বা দুর্নীতির অপবাদ কাটিয়ে উঠবে তৃণমূল? আবারো একই প্রশ্ন করলেন এক সাংসদ। তবে এইবার বিরোধী দলের কেউ নয় বরং প্রশ্ন তুললেন কয়েক মাস আগে বিজেপি থেকে তৃণমূলে আসা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)৷ 

অর্জুন সিং বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বলেন, সারা তৃণমূলের কেউ কিন্তু টেট ও এসএসসির দুর্নীতি করেনি। করেছে একজন, সেই টাকার পাহাড় দেখিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে৷ ২ জন চুরি করছে কিন্তু সেই দায় ৯৮ শতাংশকে বয়ে বেড়াতে হচ্ছে। সবাইকে চোর বানানো হয়েছে। সেই ২ জন যারা চুরি করেছে,তাদের চিহ্নিত করতে হবে৷ মানুষ কিন্তু নজর রাখছে। এমনিতেই এর জন্য অনেক প্রশ্ন ট্রেনে বাসে শুনতে হচ্ছে। এখন এই প্রশ্নের জন্য মানুষ একটু খারাপ নজরে দেখছে৷ আমাদের শুধরে নিতে হবে৷”

কিছু মাস আগে বিজেপিতে ছিলেন অর্জুন। তখন শাসক দলের নেতাদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানিয়েছিলেন তিনি। এমনকি তিনি নিজেও তৃণমূলের সততা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন। চলতি বছরের মে মাসেই অর্জুন ফের তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর থেকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও শিক্ষা বিভাগের পদাধিকারীরা এখন জেলবন্দী। আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। প্রতিনিয়ত নতুন নতুন নাম ও দুর্নীতির সামনে আসছে। আগামী দিনে আরো নতুন নাম প্রকাশে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন৷ এর আগে বিভিন্ন নেতার দুর্নীতির ফলে নিজের বন্দি হওয়ায় বেশ কিছুটা অস্বস্তিতে ঘাসফুল শিবির। দলের ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছেন তৃণমূলের নেতারা। সেখানেই নিজেদের ভুল শুধরে নেওয়ার বার্তা দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ৷ যদিও অর্জুনের এই কথা নতুন কিছু নয়৷ এর আগে একাধিক তৃণমুলের নেতাদের মুখে এধরনের কথা শোনা গেছে। তবে কিছু মাস আগে ঘরওয়াপসি করা অর্জুনের কথাতেও বোঝা গেল বেজায় অস্বস্তিতে শাসক দল৷