বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে কী নিয়ে আলোচনা হল বিক্ষুব্ধ অর্জুনের (Arjun Singh ) তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সংগঠন নিয়ে অভিযোগ থাকলে সঠিক জায়গায় জানানোর পরামর্শ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতি৷ নাড্ডার সঙ্গে আলোচনার পর কি অভিযোগ জানালেন তিনি।
বিজেপি সূত্রে খবর, সোমবার গভীর রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। জানা যাচ্ছে সেখানে রাজ্য বিজেপির অবস্থা জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অর্জুন সিং। তিনি অভিযোগ জানিয়েছেন বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর বিরুদ্ধে৷ দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।
রাজ্য বিজেপির নেতৃত্বে যারা রয়েছেন তাঁদের অভিজ্ঞতা নিয়ে অভিযোগ জানিয়েছেন অর্জুন সিং৷ রাজ্যের নেতারা আন্দোলনে নামলেও তা শুধুমাত্র কলকাতায়। জেলায় কোনও প্রভাব নেই। অথচ জেলার ভোটে জয়লাভ করেই বিজেপি রাজ্য রাজনীতিতে অনেকটা জায়গা করে নিয়েছে। বিজেপিকে দলবদলের হিড়িক রুখতে কোনও ব্যবস্থাই করছে না দল, তা স্পষ্ট করে তিনি জানিয়ে দেন নাড্ডাকে। তবে এবিষয়ে স্পিকটি নট ব্যারাকপুরের সাংসদ৷
এমনিতেই সোমবার নাড্ডার সঙ্গে বৈঠকের আগে রাজ্য নেতৃত্বের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন। তাঁর কথায় নেতারা তৃণমূল স্তরের সংগঠনে জোর না দিয়ে শুধুমাত্র স্যোশাল মিডিয়ার রাজনীতিতে জোর দিচ্ছে। যা বাংলার রাজনীতির পরিপন্থী। এমনকি বঙ্গ বিজেপির ভালো হোক। এমনটা অনেকেই চাইছেন না। অর্জুনের এই অভিযোগের পরেই তাঁর দলবদলের জল্পনা একেবারে তুঙ্গে।