Anubrata Mondal: ‘শ্রাবণে অকাল চড়াম চড়াম ঢাকের শব্দ শোনা যাচ্ছে’

এ এক তৈরি করা রাজনৈতিক ভয়ের অন্ত হয়ে গেল। তিনি চলে গেলেন বোলপুর থেকে-সিবিআই হেফাজতে। এবার জেরার পর জেরায় তাকে জেরবার করবে সিবিআই এমনই জানা…

anubrata_jial

এ এক তৈরি করা রাজনৈতিক ভয়ের অন্ত হয়ে গেল। তিনি চলে গেলেন বোলপুর থেকে-সিবিআই হেফাজতে। এবার জেরার পর জেরায় তাকে জেরবার করবে সিবিআই এমনই জানা যাচ্ছে। গোরু পাচার মামলায় ধরা পড়লেন তৃ়ণমূল কংগ্রেস বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrta Mondal) ওরফে কেষ্ট। তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ‘কেষ্টভাই’।

Iron Man Anubrata Mondal will go to CBI cave again in cattle smuggling case

সিবিআই হেফাজতে অনুব্রত। বিরোধীদের কটাক্ষ যেভাবে বিগত ভোটের সময় হুমকি দিয়ে চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলতেন, শ্রাবণে অকাল ঢাক বাজল। আসন্ন শারদ উৎসবের আগে বাজছে সেই ঢাক।

Anubrata Mondal: 'শ্রাবণে অকাল চড়াম চড়াম ঢাকের শব্দ শোনা যাচ্ছে'

অনুব্রত মণ্ডল জেলার রাজনীতি থেকে কলকাতার রাজনীতিকদের যারা বারবার টেক্কা দিতেন বিগত দিনে তাদের মধ্যে সাড়া জাগানো নাম অনুব্রত মণ্ডল। গত ২০১১ সাল থেকে চলছিল তার বাদশাহি। এবার হেফাজতে। সূত্রের খবর দ্রুত তাকে দল থেকে ছাঁটাই করতে চলেছে টিএমসি।

কোটি কোটি কালো টাকার লেনদেন, রাজনৈতিক হুমকি, বিতর্কিত মন্তব্য সবমিলে ভয় মেশানো রাজনীতি তৈরি করা অনুব্রত মণ্ডল ছিলেন মমতার খুব ঘনিষ্ঠ। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে মমতার সাথী। পুরো বীরভূম জেলা ও পূর্ব বর্ধমানের বিস্তির্ণ অংশে তৃণমূলের দায়িত্বে অনুব্রত মণ্ডল।

Advertisements
anubrata Mandal
File Picturep

বোলপুর থেকে সিবিআই অনুব্রতকে নিয়ে গেছে।তার বিরুদ্ধে একের পর এক মামলা আছে। সিবিআই সূত্রে খবর তাকে হেফাজতে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Anubrata Mondal: 'শ্রাবণে অকাল চড়াম চড়াম ঢাকের শব্দ শোনা যাচ্ছে'

বোলপুরের নিচুপট্টি ফাঁকা। অনুব্রত চলে গেছেন। তিনি জেলে নাকি বেল পাবেন তা নিয়ে চর্চা। তবে বাঘে ছুঁলে আঠেরো ঘা, আর সিবিআই ছুঁলে?