মাঝ আকাশে বিমান থেকে চুরি

মাঝ আকাশে চুরির ঘটনা ঘটল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সে ভ্রমণরত এক যাত্রী বিমানের ভেতর থেকে তার চারপাশে বসে থাকা দু’জনের টাকা চুরি করে নিয়ে যায়। এখানেই থেমে থাকেননি তিনি, দু’টি ক্রেডিট কার্ডও হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি বুয়েনস আইরেসের থেকে মিয়ামির দিকে যাচ্ছিল। সূত্রের খবর, দুই সহযাত্রীর কাছ থেকে সাড়ে আট লক্ষ টাকা চুরি করেছে অভিযুক্ত। অভিযুক্তের নাম দিয়েগো সেবসিটিন রেডিও। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ ফ্লাইট ৯০০ মিয়ামিতে অবতরণ করলে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়।

   

বিমান সংস্থার কর্মীরা জানান, যাত্রী রেডিওর আচরণ দেখে মনে হচ্ছিল, প্রতিনিয়ত সন্দেহজনক। তিনি বারবার নিজের আসনে উঠে-পড়েছিলেন। কিছুক্ষণের জন্য তিনি অন্যের আসনে বসে ছিলেন। একই সঙ্গে ওই মহিলার মানিব্যাগও তাঁর হাতে দেখা যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন