Russia-Ukraine : লক্ষাধিক রাশিয়ান সেনার ভয়ে ইউক্রেন ছেড়ে পালানোর হিড়িক

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সীমান্তে নতুন করে উত্তেজনা। কোল্ড ওয়ারের পর এমন উত্তেজনা এই প্রথম বলে মনে করছে কূটনৈতিক মহলে একাংশ। ইউক্রেন সীমান্তে হাজির হয়েছে লক্ষাধিক রাশিয়ান…

Russia-Ukraine

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সীমান্তে নতুন করে উত্তেজনা। কোল্ড ওয়ারের পর এমন উত্তেজনা এই প্রথম বলে মনে করছে কূটনৈতিক মহলে একাংশ। ইউক্রেন সীমান্তে হাজির হয়েছে লক্ষাধিক রাশিয়ান জওয়ান। সতর্কবার্তা জারি করেছে আমেরিকা। 

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমেরিকা। নরমে গরমে মস্কোকে আগেই সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন সাবধান করে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিনকে- আমেরিকাও ছেড়ে কথা বলবে না। 

মার্কিনি হুমকিতে কতোটা কাজ হয়েছে সে ব্যাপারে প্রশ্ন থাকছে। কারণ পশ্চিমের প্রতিবেশী দেশে নতুন করে সেনা সাজিয়েছে রাশিয়া। আমেরিকার পক্ষ থেকে ‘ যে কোনো মুহূর্তে হামলা হতে পারে ‘ বলা হলেও কূটনৈতিকরা পাচ্ছেন অন্য গন্ধ। বন্দুকের নল দেখিয়ে ইউক্রেনকে চাপে রাখতে চাইছে মস্কো। মনে করছেন বোদ্ধাদের একাংশ। কারণ ওডিসি সাগরে রয়েছে সেনা প্রদর্শনী। ওডিসি সাগর ইউক্রেন সীমান্ত লাগোয়া। সে কারণেও রণসাজে নিজেদের সজ্জিত করতে পারে রাশিয়া। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

জানা গিয়েছে, ফ্রান্সের সঙ্গে কথা বলেছেন পুতিন। দুই দেশের রাষ্ট্রনায়কের মধ্যে কথা হয়েছে প্রায় ১০০ মিনিট। ইমানুয়েল ম্যাক্রো এবং পুতিনের মধ্যে ঠিক কী কথা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে ইউরোপে শান্তি বজায় রাখার ব্যাপারেই ফ্রান্সের ইমানুয়েল মত দিয়েছেন বলে মত। 

রাশিয়ান সেনা সজ্জার মাঝেও মাথা ঠাণ্ডা রাখতে চাইছে কিয়েভ। নাগরিকদের বলা হয়েছে ‘ভয় পাবেন না’। তবুও সিঁদুরে মেঘ দেখছে একাধিক দেশ। দ্রুত ইউক্রেনের মাটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে আমেরিকা। জার্মানি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসও সরিয়ে নিচ্ছে নিজেদের দেশের নাগরিকদের।