বাংলাতেই (Bengali language) মিলবে রাষ্ট্রসংঘের (UN)যাবতীয় খবর ও কার্যবিবরণী। এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এতদিনের স্বীকৃত ৬টি ভাষার পাশাপাশি এবার বাংলা, উর্দু ও হিন্দিতে সব তথ্য পাওয়া যাবে।
বিবিসি ও দ্য প্রিন্ট জানাচ্ছে, ভারতের পৃষ্ঠপোষকতায় বহুভাষা ব্যবহারের এই প্রস্তাবটি পাশ হয়। এর ফলে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক যোগাযোগ শাখা স্বীকৃত ভাষার পাশাপাশি নন-অফিসিয়াল হিসেবে বাংলা, হিন্দু ও উর্দুর ব্যবহার করবে। এই প্রস্তাবে পর্তুগিজ, কিসওয়াহিলি ও ফার্সি ভাষা ব্যবহারের কথা বলা হয়েছে।
রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, রাষ্ট্রসংঘের মৌলিক মূল্যবোধ হিসেবে বহুভাষা স্বীকৃত। প্রস্তাবে হিন্দি, বাংলা ও উর্দুর কথা এই প্রথম বলা হলো। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
তিনি বলেন, ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের প্রস্তাবে বলা হয়েছিল, যতদিন না সারা বিশ্বের সব মানুষ রাষ্ট্রসংঘের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারছে ততদিন এর উদ্দেশ্য পূর্ণ হবে না।