Facebook থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই আশঙ্কা

টুইটারের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (Facebook) থেকে ছাঁটাই হতে চলেছেন কয়েক হাজার কর্মী। ফেসবুকের মালিকানা সংস্থা মেটা বড় ধরনের ছাঁটাইয়ের…

Facebook থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই আশঙ্কা

টুইটারের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (Facebook) থেকে ছাঁটাই হতে চলেছেন কয়েক হাজার কর্মী। ফেসবুকের মালিকানা সংস্থা মেটা বড় ধরনের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। (Massive Layoff) 

ব্যয় কমাতে কর্মীদের সংগঠিত করতে হবে বলেছেন জুকারবার্গ

Wall Street Journal জানাচ্ছে চলতি সপ্তাহে এই কর্মী ছাঁটাই হতে পারে। এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা।

Meta কোনও মন্তব্য করতে চায়নি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে নীরব থেকেছে।

BBC জানাচ্ছে, অক্টোবর মাসে ফেসবুকের মালিকানা সংস্থা মেটা জানিয়েছিল, মুনাফা কমে যাওয়া এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কা করছে। হাজার কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে বলে জানানো হয়।

Advertisements

এরপরই বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কর্মী ছাঁটাই আশঙ্কা বাড়ে। এবার সেরকমই সংবাদ আসতে শুরু করল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নজরদারির কারণে ফেসবুক থেকে অনেকে সরে যাচ্ছেন। নজরদারির কারণে আয় কমছে মেটার।

কোম্পানিটির প্রধান নির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ বলেছেন, মেটাভার্স প্রকল্পে বিনিয়োগের ফল আসতে কয়েক দশক লাগতে পারে। এর আগে তাকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে এবং ব্যয় কমাতে টিম পুনরায় সংগঠিত করতে হবে॥