অনুব্রত গ্রেফতার সঠিক পদক্ষেপ, রাজনৈতিক মাথাকে ধরুক সিবিআই, ফের মমতাকে নিশানা বিকাশরঞ্জনের

তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বোলপুর থেকে সিবিআই গ্রেফতার করেছে। তাকে দুর্গাপুুরে মেডিকেল পরীক্ষা করিয়ে আসানসোল নিয়ে যাচ্ছে সিবিআই। অনুব্রতর গ্রেফতারির প্রসঙ্গে সিপিআইএম…

তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বোলপুর থেকে সিবিআই গ্রেফতার করেছে। তাকে দুর্গাপুুরে মেডিকেল পরীক্ষা করিয়ে আসানসোল নিয়ে যাচ্ছে সিবিআই। অনুব্রতর গ্রেফতারির প্রসঙ্গে সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, অনুব্রতর গ্রেফতারি হওয়ারই ছিল। সঠিক পদক্ষেপ। ওর রাজনৈতিক মাথাকে ধরুক সিবিআই।

ফের বিকাশরঞ্জনের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দুর্নীতির মামলায় টিএমসির নেতা মন্ত্রীর গ্রেফতারির পর থেকে বিকাশরঞ্জন বারবার  মক্ষিরানি বলে কটাক্ষ করছেন।

   

বিকাশরঞ্জন ভট্টাচার্য বারবার মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন। তাঁর দাবি, নিয়োগ দুর্নীতি হোক বা কয়লা, গোরু পাচার যে কোনও ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ‘মক্ষিরানি’ সবটা জানেন তাঁকেই গ্রেফতার করা হোক। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করছেন। তাৎপর্যপূর্ণ, সিপিআইএম আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের কটাক্ষ হজম করছে তৃ়ণমূল কংগ্রেস। ততই তিনি মমতাকে মূল অভিযুক্ত হিসেবে তুলে ধরছেন।

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার এসএসসির দুই উপদেষ্টাকে গ্রেফতার করে সিবিআই। তার আগে বিপুল কালো টাকা উদ্ধার তদন্তে ইডি গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মমতার অতি ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি জেলে আছেন। এই প্রসঙ্গে বিকাশবাবু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মক্ষিরানি’ বলে কটাক্ষ করেছেন। 

বিকাশবাবু বুধবার বলেছেন “তাঁদের গ্রেফতার না করলে সঠিক তদন্ত করে সঠিক তথ্য উদঘাটিত হবে না৷ পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলার যে পরিকল্পনা হয়েছিল, সেই পরিকল্পনার উৎসমূখ হল নবান্ন৷ সেখান থেকেই সিদ্ধান্ত। আশা করব সিবিআই দ্রুত তদন্ত করে মক্ষিরানিকে হেফাজতে নিয়ে প্রশ্ন করবেন”৷