Adani Group: বিপুল পরিমাণ লোকসান কাটাতে নতুন প্ল্যান করল আদানি গ্রুপের

Adani Group goutam adani

হিন্ডেনবার্গ রিসার্চ ফার্মের প্রকাশিত প্রতিবেদনের পরে আদানি গ্রুপ (Adani Group ) বড় ক্ষতির মুখে পড়েছে৷ তবে এই সমস্ত কিছুর মধ্যেই নতুন পরিকল্পনা করেছে সংস্থাটি। গত ২০ দিনে কোম্পানিটির শেয়ারের তীব্র পতন হয়েছে। এর সাথে গৌতম আদানিও ধনীদের তালিকায় শীর্ষ-২০ থেকে বাদ পড়েছেন।

এই সব পরিস্থিতি দেখে কোম্পানিটি এখন একটি নতুন কৌশল তৈরি করেছে৷ যার ভিত্তিতে এটি কাজ করবে। শেয়ারের বড় পতনের পর কোম্পানিটি তাদের আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে। এটি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই লক্ষ্যমাত্রা এখন অর্ধেকে নেমে এসেছে।

   

উল্লেখ্য, গত ২৪ মাসের ২৪ তারিখে প্রকাশিত প্রতিবেদনের পর কোম্পানিতে তোলপাড় শুরু হয়। এর পাশাপাশি প্রতিদিন ব্যাপক লোকসানও বয়ে বেড়াতে হচ্ছে আদানিদের। এখনও পর্যন্ত কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় ১১৭ বিলিয়ন ডলার কমেছে।

হিন্ডেনবার্গের ক্ষতি সামাল দিতে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। গৌতম আদানির আদানি গ্রুপ একটি সাধারণ অডিট পরিচালনার জন্য ‘বিগ ফোর’ (ডেলয়েট, ইওয়াই, কেপিএমজি এবং পিডব্লিউসি) অ্যাকাউন্টিং সংস্থাগুলির একটিকে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে৷ পাশাপাশি এই আইনি লড়াইয়ের জন্য ল ফার্ম ওয়াচটেলকেও বেছে নেওয়া হয়েছে।

আজ, সোমবারও কোম্পানিটির শেয়ার বড় পতনের সঙ্গে লেনদেন হচ্ছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২.৮৯ শতাংশ কমে ১,৭৯৩.৫০ টাকার স্তরে লেনদেন করছে। আদানি পাওয়ারের শেয়ার লেনদেন হচ্ছে ৪.৯৯ শতাংশ, আদানি উইলমার ৫.০০ শতাংশ, আদানি গ্রিন ৫.০০ শতাংশ। এ ছাড়া আদানি ট্রান্সমিশন ৫ শতাংশ, টোটাল গ্যাসও ৫ শতাংশ কমে লেনদেন করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন