দুর্নীতিতে জেরবার তৃণমূল, ব্লক সভাপতি বাছাই করতে হিমশিম খাচ্ছেন অভিষেক

Abhishek Banerjee

তৃণমূল কংগ্রেস রাজ্য কমিটিতে বদল আনার পর জেলা কমিটিগুলিতে পরিবর্তন আসতে চলেছে। বদল হতে চলেছে ব্লক সভাপতি পদের নেতাদের নাম।

লাগাতার দুর্নীতিতে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। তিন দফায় সরকার গড়ে দুর্নীতি এতটাই যে সিবিআই দফতরে মন্ত্রীদের হাজিরা চলছে।

   

পরিস্থিতি বুঝে দলের অভ্যন্তরে সাংগঠনিক স্তরে বদল আনতে মরিয়া সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বিরাট বদল ইঙ্গিত আসছে অভিষেক শিবির থেকে।

সমীক্ষার কাজ শুরু করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সম্পূর্ণ রিপোর্ট আসলেই ব্লক স্তর থেকে দলীয় সভাপতিদেরসনতুন নাম ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব।

৫ মে তৃণমূলের নতুন ভবনে দলীয় বৈঠক সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ২০ মে এর পর থেকে ব্লক স্তরে সাংগঠনকে ঢেলে সাজানো হবে। তাই এখন থেকেই উদ্যোগ নিয়েছেন দলের নেতারা।

সূত্রের খবর, নতুন করে ব্লক সভাপতি নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন অভিষেক। এর জন্য জেলা সভাপতি এবং বিধায়কদের কাছ থেকে নাম চেয়ে পাঠানো হয়েছে। সেই নামের তালিকা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পাঠানো হয়েছে। সেই উঠে আসা নামের তালিকা থেকে সমীক্ষায় থাকা নামগুলিকে মিলিয়ে দেখা হবে। যে নেতার প্রভাব এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশী তাঁকেই প্রাধান্য দেওয়া হবে।
বিধানসভা নির্বাচনে বিপুল ভোতে জয়লাভ করলেও ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ মিলেছে। যাতে বেজায় অখুশি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের একাংশ জানিয়েছেন, ব্লক সভাপতি পদে নিয়োগে যাতে স্বচ্ছতা থাকে সেজন্য এবার খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক এই পদক্ষেপ নিয়েছেন।

সূত্রের খবর, ব্লক সভাপতি নিয়োগের চুড়ান্ত কাজ শেষের দিকে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের শেষে আবারও জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরেই নতুন নাম ঘোষণা করা হবে।

তৃণমূল সূত্রে খবর, পুরাতন ফর্ম্যাট হলেও নতুন করে সংগঠনকে চাঙ্গা করাই দলের প্রধান লক্ষ্য। এর জন্য স্বচ্ছ ইমেজ যে সমস্ত নেতাদের রয়েছে, যারা দলের পুরাতন তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন