Himachal Pradesh: হিমাচলেও বিজেপিকে চাপে ফেলতে গুটিগুটি পায়ে এগোচ্ছে আপ

২০২২-এর বিধানসভা ভোটে পাঞ্জাব নিজেদের দখলে করেছে আম আদমি পার্টি (Aam Admi Party)। এবার বিজেপি শাসিত দুই রাজ্য গুজরাট ও হিমাচল প্রদেশের দিকে চোখ দিয়েছে…

Himachal Pradesh: হিমাচলেও বিজেপিকে চাপে ফেলতে গুটিগুটি পায়ে এগোচ্ছে আপ

২০২২-এর বিধানসভা ভোটে পাঞ্জাব নিজেদের দখলে করেছে আম আদমি পার্টি (Aam Admi Party)। এবার বিজেপি শাসিত দুই রাজ্য গুজরাট ও হিমাচল প্রদেশের দিকে চোখ দিয়েছে আপ। বিশিষ্ট মহলের মতে, এই দুই রাজ্যেই এবার বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেজরিওয়ালের দল। এরই মাঝে হিমাচল প্রদেশের ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) প্রধান আনন্দরা সিং নটী আপ-এ যোগদান করলেন।

দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের উপস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপে যোগ দেন তিনি বলে জানা গিয়েছে। দলে যোগ দিয়ে আনন্দরা সিং নটী বলেন, কেজরিওয়ালের অধীনে কাজ করার জন্য একটি “কার্যকর প্ল্যাটফর্ম” পেয়েছেন এবং হিমাচল প্রদেশে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য তারা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন।

Advertisements

সম্প্রতি হিমাচল প্রদেশ ইউনিটের প্রধান অনুপ কেশরী, সাধারণ সম্পাদক সতীশ ঠাকুর এবং উনা জেলা সভাপতি ইকবাল সিং বিজেপিতে যোগ দেওয়ার পরে এএপি একটি বড় ধাক্কা খেয়েছিল। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আপ এই বছরের শেষের দিকে হিমাচল প্রদেশ এবং গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে খবর।