AAP: পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে সংগঠনে নজর কেজরিওয়ালের

পাঞ্জাব দখলের পর দেশে সংগঠন বিস্তারে বিশেষ নজর দিয়েছে আম আদমি পার্টি। দিল্লি এবং পাঞ্জাবের বাইরে সংগঠন বিস্তার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নজর অরবিন্দ কেজরিওয়ালের।…

পাঞ্জাব দখলের পর দেশে সংগঠন বিস্তারে বিশেষ নজর দিয়েছে আম আদমি পার্টি। দিল্লি এবং পাঞ্জাবের বাইরে সংগঠন বিস্তার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নজর অরবিন্দ কেজরিওয়ালের।

Advertisements

আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে আপ।১২ টি জেলায় নতুন কমিটি গঠন করতে চায় আম আদমি পার্টি। বিশেষ নজরে রয়েছে উত্তর ২৪ পরগনা, কোচবিহার ,মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ।

   

আপ সূত্রে খবর,এই কয়েকটি জেলায় ব্যাপকহারে সদস্যপদ গ্রহণ হয়েছে। সমস্ত জেলায় না হলেও ১৬ জেলায় জেলা কমিটি গঠন করে সংগঠন বাড়াতে চায় আপ।

বাংলায় আপ নেতাদের একাংশ জানাচ্ছেন, যে সমস্ত জেলায় সংগঠন ভালো রয়েছে। যে সমস্ত জেলায় মানুষের সাড়া বেশি মিলছে সেখানেই প্রার্থী দেবে তারা। আপাতত হাওড়া এবং উত্তর ২৪ পরগণা থেকেই কাজ শুরু করতে চাইছে আম আদমি পার্টি। জঙ্গলমহল এলাকায় সংগঠন তৈরি করা একটু চাপ হলেও ঝাড়গ্রামের দিকে বিশেষ নজর রয়েছে।

এদিকে মহাজোট বিরোধী প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, ১০ টি দলের সঙ্গে নয় ১৩০ কোটি মানুষের সঙ্গে জোট করতে চান। রাষ্ট্রপতি নির্বাচনের আগে তাঁর এই মন্তব্য বিরোধী জোটের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাঞ্জাব নির্বাচনে বিরাট জয়ের পরেই দলের নেতাদের এবিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছিলেন আপ। সম্প্রতি হিমাচল প্রদেশ এবং গুজরাটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তাঁরা। অসমেও বাড়ছে সংগঠন। এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আম আদমি পার্টি প্রার্থী দেবে।