AAP: মমতার রাজ্যে ‘নোংরা রাজনীতি’ সাফ করতে ঝাঁটা পার্টি আসছে

দিল্লী, পাঞ্জাবের পর এবার আম আদমি পার্টির নজর পশ্চিমবঙ্গে? রাজনৈতিক মহলে কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছে। রীতিমতো এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কেজরিওয়াল…

AAP: মমতার রাজ্যে 'নোংরা রাজনীতি' সাফ করতে ঝাঁটা পার্টি আসছে

দিল্লী, পাঞ্জাবের পর এবার আম আদমি পার্টির নজর পশ্চিমবঙ্গে? রাজনৈতিক মহলে কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছে। রীতিমতো এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কেজরিওয়াল বলে ধারণা করছে বিশিষ্ট মহল।

২২-এর বিধানসভা ভোটে পাঞ্জাবে প্রথমবারের মতো সরকার গড়বে আপ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভগবন্ত মান। এদিকে দিল্লী, পাঞ্জাবের পর বাংলার ওপর নজর দিয়েছে আম আদমি পার্টি। জানা গিয়েছে, আগামী ১৩ মার্চ বিকেল ৪টের সময় কলকাতার গিরিশ পার্ক থেকে ধর্মতলা অবধি মিছিল করবে আপ। তাঁদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে আম আদমি পার্টির বাংলার পদার্পণ যাত্রা।

AAP: মমতার রাজ্যে 'নোংরা রাজনীতি' সাফ করতে ঝাঁটা পার্টি আসছে

Advertisements

ইতিধ্যে গুটিগুটি পায়ে রাজ্যে বিস্তার করার পরিকল্পনা গ্রহণ করেছে কেজরির দল। মালদা শহরে আম আদমি পার্টির নামে পড়েছে পোস্টার। ২০১৯ সালে লোকসভা ভোটের ঠিক আগে মমতার বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন। ব্রিগেডে হয় এক মেগা সভা। সেইসময়ে ব্রিগেডে তারকার মেলা বসে গিয়েছিল কার্যত। সেখানেও হাজির ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেইসময়ে ‘দিদি’র সমর্থনে গলা তুলেছিলেন কেজরি। তাহলে প্রশ্ন উঠছে, বাংলায় আপ-এর বাড়বাড়ন্ত নিয়ে মমতা কতটা চিন্তিত? এদিকে ধারণা করা হচ্ছে, পাঞ্জাবে সরকার তৈরি হলে সেই ক্ষমতা এবং প্রতিপত্তি যে অনেকাংশেই বৃদ্ধি পাবে। আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে।