Pakistan: পাক পার্লামেন্টের সামনে সেনা টহল, রাতে বিশেষ বৈঠকে ইমরান

পাক সংসদ ভবনের সামনে সেনা ও পুলিশের ঘেরাটোপ বাড়ল। যে কোনও সময় ইমরান খানের সমর্থকরা পার্লামেন্ট ভবনে চড়াও হতে পারেন বলে আশঙ্কা। রাজধানী ইসলামাবাদ আরও…

পাক সংসদ ভবনের সামনে সেনা ও পুলিশের ঘেরাটোপ বাড়ল। যে কোনও সময় ইমরান খানের সমর্থকরা পার্লামেন্ট ভবনে চড়াও হতে পারেন বলে আশঙ্কা। রাজধানী ইসলামাবাদ আরও কড়া নিরাপত্তায় মুড়ে গেল। পাকিস্তানের (Pakistan) স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে অনাস্থা ভোট।

পিএমএলএন নেতৃত্বের বিরোধী জোট সংখ্যা গরিষ্ঠ। ফলে অংকের হিসেবে ক্ষমতাচ্যুত হতে চলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সুপ্রিম কোর্টের নির্দেশে অনাস্থা ভোট হতে চলেছে। এর আগে বিশেষ ক্ষমতাবলে সংসদে অনাস্থা উত্থাপন আটকে দেন ইমরান খান। পরে রাষ্ট্রপতি আরিফ আলভিকে দিয়ে সংসদ ভেঙে কেয়ারটেকার সরকার বসান। তবে বিরোধীরা সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে ফের অনাস্থা ভোট হতে চলেছে।

   

পরিস্থিতি প্রতিকুল। ইমরানের প্রধানমন্ত্রীর পদ হারানো সময়ের অপেক্ষা। তিনি রাতেই মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন। মনে করা হচ্ছে, বৈঠক থেকেই ইমরান খান দেশজুড়ে তাঁর দল তেহরিক ই ইনসাফ সমর্থকদের বিক্ষোভ শুরুর সিদ্ধান্ত নেবেন। ফলে রবিবার সকাল থেকে পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হবে বলেই মনে করা হচ্ছে।

বসে নেই পিএমএলএন, পিপিপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট দলের সমর্থকরাও। তেহরিক ই ইনসাফ বিক্ষোভ শুরু করলেই তারাও বিক্ষোভে নামবে বলেই মনে করা হচ্ছে।

পাকিস্তান তপ্ত রাজনৈতিক কারণে। প্রধানত পদ থেকে ইমরান খানের অপসারণ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ।