বুধবার বিকেলে আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে বিদেশ মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্র জানায়, ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানায়, বিদেশ মন্ত্রণালয়ের গেটের ঠিক বাইরে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। চলতি মাসের শুরুতেও কাবুলের একটি সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফি তাকুরের মতে, এ ঘটনায় বেশ কয়েকজন নিহত বা আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটায়, এতে ২০ জনের বেশি মানুষ আহত হয়। “আমি প্রায় ২০-২৫ জনকে জখম হতে দেখেছি,” জামশেদ করিম নামে একজন চালককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে। তাদের মধ্যে কতজন নিহত বা আহত হয়েছেন আমি জানি না। “এটি আমার গাড়ির কাছে চলে গেল এবং কয়েক সেকেন্ড পরে একটি বিকট শব্দ হল,” করিম বলেন।
স্থানীয় গণমাধ্যমও স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাত দিয়ে মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। তালিবান পরিচালিত বিদেশ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এখনো কোনো মন্তব্য করেননি।