কাতারে বিশ্বকাপে (Qatar WC) প্রথম ম্যাচে জয়ের পর আনন্দ ছড়িয়েছিল। তেমনই নেইমারের চোট পাওয়ায় আশঙ্কা প্রবল। ফুটবলের এই স্বর্গোদ্যানে (Brazil) এবার রক্তাক্ত। গুলি করে খুন করা হলো শিশুদের। এক শিশু সহ মৃত অন্তত ৩ জন। আহত অন্তত ১১ জন।
Advertisements
ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। দুটি স্কুলে বন্দুক নিয়ে হামলা চালায় ১৬ বছরের এক কিশোর। তার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত পরিস্থিতি। চালাতে শুরু করে সে। আরাক্রুজ শহরে প্রবল আতঙ্ক।
Advertisements
সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও হামলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ওই কিশোরের পরনে ছিল সেনা জওয়ানদের মতো পোশাক। জানা গেছে ওই কিশোর তার বাবার বন্দুক দিয়ে এই হামলা চালিয়েছে। তাকে আটক করেছেন রক্ষীরা।


