উৎসবের আগে কর্মচারীদের মুখে হাসি! ৮ম বেতন কমিশনের ঘোষণা আসছে শিগগিরই

কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বহুল প্রতীক্ষিত ৮ম বেতন কমিশন গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সরকারি সূত্রে ইঙ্গিত…

8th pay commission latest news

কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বহুল প্রতীক্ষিত ৮ম বেতন কমিশন গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে। এই কমিশনের কার্যকরী হওয়ার পর তা দেশের প্রায় ৫০ লাখ কর্মচারী ও ৬৫ লাখ পেনশনভোগীর জীবনে বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ থেকেই কার্যকর হতে পারে:

খবরে জানা গেছে, নতুন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাব্য সময় ২০২৬ সাল। যদিও সাধারণত প্রতি দশকে একবার বেতন কমিশন গঠিত হয় এবং অনেক সময় তা বিলম্বিত হয়, এবার কেন্দ্র বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। সম্প্রতি Government Employees National Confederation (GENC)–এর প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানায়। মন্ত্রী স্বীকার করেছেন যে বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সক্রিয় আলোচনায় রয়েছে। ফলে শীঘ্রই কমিশন গঠন নিয়ে সরকারি ঘোষণা আসতে পারে।

   

বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা: 8th pay commission latest news

৮ম বেতন কমিশনের অন্যতম প্রত্যাশিত দিক হলো কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি। আলোচনায় উঠে এসেছে, বর্তমান ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৬,000 টাকা পর্যন্ত করা হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও এই বৃদ্ধি হলে তা কর্মচারীদের আর্থিক চাপে কিছুটা স্বস্তি দেবে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও দৈনন্দিন খরচ সামলাতে এই সিদ্ধান্ত অনেকের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে।

বেতন কমিশনের মূল ভূমিকা:

বেতন কমিশন সাধারণত প্রতি দশ বছর অন্তর গঠিত হয়। এর মূল দায়িত্ব হলো কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা ও পেনশন নতুন অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী পুনর্নির্ধারণ করা। এই প্রক্রিয়া সরাসরি সরকারি বেতনভোগী পরিবারগুলির আয়ে প্রভাব ফেলে। তাই ৮ম বেতন কমিশনের ঘোষণার দিকেই এখন চোখ দেশজুড়ে সরকারি কর্মচারী মহলের।

Advertisements

মহার্ঘ ভাতার (DA) সংশোধন:

এদিকে কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংশোধনের জন্যও। চলতি বছরের জানুয়ারি–জুন পর্যায়ে ডিএ বৃদ্ধি পেয়েছিল মাত্র ২ শতাংশ। তবে জুলাই–ডিসেম্বর পর্যায়ে এই হার বাড়তে পারে ৩ শতাংশের মতো, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা মূল বেতনের উপর ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অক্টোবর–নভেম্বর মাসে, দীপাবলির আগেই নতুন সংশোধন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উৎসবের আগে সুখবর:

৮ম বেতন কমিশনের ঘোষণা ও ডিএ বৃদ্ধির সম্ভাবনা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা। মূল্যবৃদ্ধির চাপে যখন সাধারণ মানুষ জর্জরিত, তখন এই আর্থিক সুবিধা তাদের দৈনন্দিন জীবনে নতুন আশা জাগাবে। সরকারের পক্ষ থেকেও ইঙ্গিত মিলছে যে দীপাবলির আগেই সুখবর আসতে পারে। ফলে লক্ষ লক্ষ পরিবার এখন আশাবাদী, আগামী দিনে তাদের বেতন, ভাতা ও পেনশন কাঠামোতে বড় পরিবর্তন আসবে।