Ukraine war: মাতৃভূমিকে বাঁচাতে সেনাবাহিনীতে যোগ দিলেন ৮০ বছরের ‘তরুণ’

রাশিয়ার আক্রমণে লন্ডভন্ড হয়ে গিয়েছে ইউক্রেন। রুশ আক্রমণ প্রতিরোধ করতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এক তরুণ…

রাশিয়ার আক্রমণে লন্ডভন্ড হয়ে গিয়েছে ইউক্রেন। রুশ আক্রমণ প্রতিরোধ করতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এক তরুণ হাতে একটি সুটকেস নিয়ে সোজা পৌঁছে গেলেন ইউক্রেনীয় বাহিনীর ছাউনিতে। জানালেন, তিনি রুশ সেনার বিরুদ্ধে লড়াই করবেন। তবে ওই তরুণের বয়সটি শুনলে অবাক হতে হবে। জানা গিয়েছে, ওই তরুণ বয়সের ৮০-র উপরে।

খেলাধুলার ক্ষেত্রে প্রায়ই শোনা যায়, বয়স কোন ফ্যাক্টর নয়। সেই সূত্রকে কাজে লাগিয়ে ৮০ বছরের এই ইউক্রেনীয় তরুণ দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে যোগ দিতে গেলেন। সেনা ছাউনিতে পৌঁছে ওই তরুণ জানান, দেশমাতৃকাকে রক্ষা করতে তিনি যুদ্ধ করবেন। প্রতিপক্ষ সেনার চোখে চোখ রেখে লড়াই করতে তিনি পিছপা নন। বয়স ৮০ ছাড়ালেও মুখে ছিল দৃঢ় সঙ্কল্পের ছায়া। ইতিমধ্যেই এই বৃদ্ধের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ছবি ভাইরাল হয়েছে। ইউক্রেনের ফার্স্ট লেডি কাতেরিনা মাইখাইলিভিনা ইউশচেঙ্কো এই ছবিটি শেয়ার করেছেন। ফার্স্ট লেডি জানিয়েছেন, এই ছবিটি তিনি তাঁর নাতি নাতনিদের জন্য সংরক্ষণ করবেন।

ফার্স্ট লেডি জানিয়েছেন, ওই ৮০ বছরের তরুণ যে সুটকেসটি নিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছিলেন তার ভিতরে ছিল দুটি শার্ট, কয়েকটি প্যান্ট, একটি টুথব্রাশ এবং দুপুরের খাবারের জন্য কয়েক টুকরো স্যান্ডউইচ। ওই বৃদ্ধ রুশ হামলার হাত থাকে তার পরিবার তথা দেশবাসীকে রক্ষা করতেই সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছেন। ইতিমধ্যেই ফার্স্ট লেডির শেয়ার করা এই ছবিটি আড়াই লাখেরও বেশি লাইক পেয়েছে। ৩৯ হাজার ট্যুইটার ইউজার এই ছবিটি শেয়ার করেছেন।