Bangladesh: ৮০ জন গার্লফ্রেন্ড বাংলাদেশি পি কে হালদারের, পশ্চিমবঙ্গে বেআইনি লেনদেন

PK-haldar

বাংলাদেশি অর্থপাচারকারী পি কে হালদারের বান্ধবীর তালিকা বিভিন্ন দেশ মিলিয়ে কমকরে ৮০ জন। গরিব দর্জির ছেলে হয়ে অর্থ আত্মসাৎ করে যে বিপুল সম্পত্তি সে করেছে তার বড় অংশ পশ্চিমবঙ্গে ছড়ানো। বাংলাদেশি প্রশান্ত কুমার হালদার ভারতে গোপনে আধারকার্ড বানিয়ে শিবশংকর হালদার হয়ে অর্থ পাচার করেছে।

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের আর্থিক দুর্নীতি তদন্তসংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পরস্পর তথ্য আদান প্রদান করেছে পি কে হালদারের বিষয়ে। কলকাতায় তাকে জেরা করছে ইডি।

   

জেরায় পি কে হালদার জানায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের এক মন্ত্রী ও প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে সংযোগ রয়েছে। তবে ইডি এখনই তার নাম প্রকাশ্যে আনতে চায়নি।

ইডি জানিয়েছে, বাংলাদেশে সাড়ে তিন হাজার কোচিং টাকা আত্মসাৎ করে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রাক্তন এমডি। জানা গিয়েছে, এরপর বাংলাদেশ থেকে পালিয়ে কানাডা ঘুরে পি কে হালদার পশ্চিমবঙ্গে ঠাঁই নেয়। উত্তর ২৪ পরগনার অশোকনগরে তার বিলাসবহুল বাড়ি। আর পি কে’র সহযোগী সঞ্জয় মৃধা বাংলাদেশে বন্দি। তারও বিপুল সম্পত্তির হদিস পেয়েছে ইডি।

তবে আরও চমক পি কে হালদারের বান্ধবীর সংখ্যা নিয়ে। তার ৮০ জন বান্ধবী! এত বান্ধবীকে রীতিমতো খুশি করত পি কে হালদার। তার বান্ধবীর সংখ্যা বিশ্বের অন্যান্য মাফিয়া ডন ও রাষ্ট্রপ্রধানরাও চমকে যাচ্ছে। জেরায় পি কে হালদার কবুল করছে তার বান্ধবীদের বিপুল আর্থিক উপহারের কথা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন