
একের পর এক ব্যাগ থেকে বের হচ্ছে মানুষের দেহাংশ। কতজনকে কাটা হয়েছে? এই উত্তর অজানা। খুন নাকি মৃত মানুষ পাচার তাও চর্চিত। মেক্সিকোতে (Mexico) ৪৫ ব্যাগ মানব দেহাংশ উদ্ধারে শিহরিত বিশ্ব।
মেক্সিকোর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে মানুষের দেহাংশ সহ ৪৫টি ব্যাগ মিলেছে। পুলিশ সেগুলো উদ্ধার করেছে।
জানা গিয়েছে গত সপ্তাহে নিখোঁজ হওয়া ৭ জন তরুণ কলসেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। তল্লাশির সময় একটি গিরিখাদে মিলেছে একের পর এক দেহাংশ সহ মোট ৪৫টি ব্যাগ।
দেহাংশগুলি পুরুষ ও নারী উভয়েরই। মেক্সিকোর সিভিল ডিফেন্স পুলিশ দল হেলিকপ্টারের সাহায্যে দেহাংশ উদ্ধারের কাজ করছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










