Mexico: হাত আঙুল লিভার কেটে মোড়ানো আছে, ৪৫ ব্যাগ মানুষের দেহাংশ উদ্ধার!

একের পর এক ব্যাগ থেকে বের হচ্ছে মানুষের দেহাংশ। কতজনকে কাটা হয়েছে? এই উত্তর অজানা। খুন নাকি মৃত মানুষ পাচার তাও চর্চিত। মেক্সিকোতে (Mexico) ৪৫…

একের পর এক ব্যাগ থেকে বের হচ্ছে মানুষের দেহাংশ। কতজনকে কাটা হয়েছে? এই উত্তর অজানা। খুন নাকি মৃত মানুষ পাচার তাও চর্চিত। মেক্সিকোতে (Mexico) ৪৫ ব্যাগ মানব দেহাংশ উদ্ধারে শিহরিত বিশ্ব।

মেক্সিকোর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে মানুষের দেহাংশ সহ ৪৫টি ব্যাগ মিলেছে। পুলিশ সেগুলো উদ্ধার করেছে।

   

জানা গিয়েছে গত সপ্তাহে নিখোঁজ হওয়া ৭ জন তরুণ কলসেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। তল্লাশির সময় একটি গিরিখাদে মিলেছে একের পর এক দেহাংশ সহ মোট ৪৫টি ব্যাগ।

Advertisements

দেহাংশগুলি পুরুষ ও নারী উভয়েরই। মেক্সিকোর সিভিল ডিফেন্স পুলিশ দল হেলিকপ্টারের সাহায্যে দেহাংশ উদ্ধারের কাজ করছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News