Sunday, December 7, 2025
HomeUncategorizedদূষিত হচ্ছে মাউন্ট এভারেস্ট, মিলল ৩৩.৮ টন আবর্জনা

দূষিত হচ্ছে মাউন্ট এভারেস্ট, মিলল ৩৩.৮ টন আবর্জনা

- Advertisement -

ক্রমশই দূষিত হচ্ছে মাউন্ট এভারেস্ট। সাম্প্রতিক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এভারেস্টে যাওয়া পর্বতারোহীরা প্রচুর পরিমাণে ময়লা ফেলে যাচ্ছেন। সম্প্রতি মাউন্ট এভারেস্টসহ চারটি পাহাড়ে যে শুদ্ধি অভিযান চালানো হয়েছে, তাতে দলটি প্রায় ৩৩.৮ টন আবর্জনা খুঁজে পেয়েছে বলে খবর।

প্রতিবেদনে বলা হয়, নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে ‘সাফা অভিযান ২০২২’ ৫ এপ্রিল যাত্রা শুরু করে। নেপাল সেনাবাহিনী ও শেরপাদের যৌথ দল পরিচালিত এই অভিযান ২০২২ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেষ হয়। এই অভিযানে দলটি মাউন্ট এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা এবং মানসলু থেকে ৩৩,৮৭৭ কেজি আবর্জনা সংগ্রহ করে।

   

৩০ জন সেনা সদস্য, ৪৮ জন শেরপা এবং ৪ জন চিকিৎসকও এই অপারেশনের সাথে জড়িত ছিলেন। অভিযান শেষ হওয়ার পর নেপালের সেনাপ্রধান প্রভু রাম শর্মা বলেন, প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি হচ্ছে। এই অবস্থায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এমন প্রচার প্রয়োজন। একই সাথে, যে দলটি এই প্রচারাভিযানটি পরিচালনা করেছিল তারা বলেছিল যে, ‘আমরা প্রচারাভিযান জুড়ে দুই ধরনের আবর্জনা (বায়োডিগ্রেডেবল এবং নন-বায়োডিগ্রেডেবল) খুঁজে পেয়েছি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাউন্ট এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ পরিষ্কার করতে সময় লেগেছে ৫৫ দিন, কাঞ্চনজঙ্ঘা ও মানাসলুর সময় লেগেছে যথাক্রমে ৪৪ ও ৪৩ দিন।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular