
খাবার নেওয়ার ভিড়ে হুড়োহুড়ি। ভিড়ের চাপে পদদলিত হয়ে মৃত কমপক্ষে ৩০ জন। আরও অনেকে জখম। নাইজেরিয়ার (Nigeria) দক্ষিণাঞ্চলে পোর্ট হারকোর্ট শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
রয়টার্স জানিয়েছে ঘটনাস্থল রিভার প্রদেশ। সেখানে স্থানীয় সময় শনিবার ভোরে চার্চে খাবার নিতে গিয়ে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। ভিড়ের চাপে চার্চের গেট ভেঙে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি। এই অবস্থায় পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।
নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ চ্যারিটি ইভেন্টের জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছিল। সেখানে খাবার পেতে শুক্রবার থেকেই অনেকে অপেক্ষা করছিলেন। খাবার দেওয়া শুরু হতেই দুর্ঘটনা ঘটে যায়। আহতদের স্থানীয় পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










