তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের (Turkey-Syria Earthquake) পর এখন ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। বলা হচ্ছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৬০০ মানুষের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫১ হয়েছে। একই সময়ে সিরিয়ায় অন্তত ১০০০ মানুষ প্রাণ হারিয়েছে।
আরও পড়ুন: Turkey: ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক, ২০০ ছাড়িয়ে আরও মৃত্যুর আশঙ্কা
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেন। তুরস্কে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১১৯। ভবন ধসে এখনও পর্যন্ত ৩৪৭১ জন আহত হয়েছেন। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় তুরস্কে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর তীব্রতা ৬.০ বলা হচ্ছে। গত ১২ ঘণ্টায় তুরস্কে বিভিন্ন তীব্রতার ৪৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে।
আরও পড়ুন: Turkey Earthquake Update: মৃত্যু উপত্যকা তুরস্ক, ৫০০ পেরিয়ে আরও মৃতদেহ মিলছে
একই সঙ্গে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছে ভারত। উদ্ধার অভিযানে সাহায্য করতে ভারত থেকে দল যাবে। এনডিআরএফ-এর দুটি দল উদ্ধার অভিযানে যুক্ত হবে। দলে ১০০ জনেরও বেশি জওয়ানকে অন্তর্ভুক্ত করা হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে তুরস্ককে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।