মঙ্গলবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। জানা গিয়েছে, তামিলনাড়ুর ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতদের ত্রিচি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#WATCH | Tamil Nadu: 2 people died and more than 10 injured after a bus collided with a lorry on Trichy- Chennai National Highway today. The injured have been admitted to Trichy Government Hospital for treatment: Trichy City Police pic.twitter.com/P4cEozHerJ
— ANI (@ANI) April 2, 2024