Indonesia: মদের আসরে ঝগড়ার জেরে হামলা, পুড়িয়ে খুন ১৯ জনকে

মদের আসরে মারামারি সাধারণ ঘটনা। খুনও হয়। তবে একসঙ্গে ১৯ জনের মৃত্যুর ঘটনা সাম্প্রতিক সময়ে আর হয়নি। যেমনটা হলো ইন্দোনেশিয়ার (Indonesia) ওয়েস্ট পাপুয়াতে।     বচসার…

short-samachar

মদের আসরে মারামারি সাধারণ ঘটনা। খুনও হয়। তবে একসঙ্গে ১৯ জনের মৃত্যুর ঘটনা সাম্প্রতিক সময়ে আর হয়নি। যেমনটা হলো ইন্দোনেশিয়ার (Indonesia) ওয়েস্ট পাপুয়াতে।

   

বচসার জেরে একটি বারে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ১৯ জন পুড়ে মৃত। দগ্ধ হয়েছে আরও অনেকে। দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল ওয়েস্ট পাপুয়ার সোরং শহর।

সোরং পুলিশ জানিয়েছে, ওই বারে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘাত চলার সময় এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে ভেতরে আটকে পড়েন ১৮ জন। আগুন নেভানোর পর সারি সারি পোড়া দেহ বের করা হয়েছে।

ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম। বারে অগ্নিসংযোগের ঘটনায় এখনো তদন্ত চলছে। মনে করা হচ্ছে, মদের আসরে দুই পক্ষের মধ্যে কোনও বচসা থেকে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।