একসঙ্গে এক ডজন মিসাইল হানা ইরাকের কুর্দিতে

S-400 Missile

রবিবার এক ডজন ব্যালেস্টিক মিসাইল হামলা হল ইরাকের উত্তর কুর্দি অঞ্চলে। মিসাইলগুলি শহরের বাইরে থেকে এসেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

Advertisements

ইরাকের রাষ্ট্রীয় টিভি কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীকে উদ্ধৃত করে বলেছে যে ইরাকের বাইরে থেকে ছোঁড়া ১২টি ক্ষেপণাস্ত্র ইরবিলে আঘাত হেনেছে। সেগুলি কোথায় আঘাত হেনেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। প্রসঙ্গত, ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে নিযুক্ত মার্কিন বাহিনী অতীতে রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এর জন্য মার্কিন কর্মকর্তারা ইরান-সংযুক্ত মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছেন। কিন্তু কয়েক মাস ধরে এই ধরনের কোনো হামলা হয়নি।

Advertisements

শেষবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন বাহিনীর দিকে ছোঁড়া হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। ২০২০ সালের হামলায় কোনো মার্কিন কর্মী নিহত হননি। তবে অনেকের মাথায় আঘাত লেগেছে। ইরাক এবং প্রতিবেশী সিরিয়া নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হিংসতার ফল ভোগ করে। ইরান সমর্থিত শিয়া ইসলামপন্থী মিলিশিয়ারা উভয় দেশে মার্কিন বাহিনীর উপর হামলা করে বলে অভিযোগ।