
ভয়াবহ বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল মেক্সিকো (Mexico)। জানা গিয়েছে, বৃহস্পতিবার মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত মে মাসে একই ধরনের একটি ঘটনায় মেক্সিকোর কেন্দ্রীয় শহর সেলায়াতে একটি হোটেল ও দুটি পানশালায় হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে বন্দুকধারীরা। গত মার্চে মেক্সিকোর মধ্যাঞ্চলে ১৯ জনকে গুলি করে হত্যা করা হয় বলে এক বিবৃতিতে জানায় স্টেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এফজিই)। এতে আরও বেশ কয়েকজন আহত হলে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর চলতি বছরের জানুয়ারী মাসে, গুয়ানাজুয়াতো রাজ্যের একটি গ্রামীণ সম্প্রদায়ে একটি পরিবারের ছয় জন সদস্যকে হত্যা করা হয়েছিল – চার মাসের মধ্যে সিলাও পৌরসভায় এই ধরনের পঞ্চম হামলা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










