Offbeat Travel Story: অফবিট ডেস্টিনেশন স্বর্গের নন্দন কানন

সিকিমের অফবিট ডেস্টিনেশন (Offbeat Travel Story)। টেমি চা বাগান রাভাংলা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি সিকিমের একমাত্র চা বাগান এবং ভারতের অন্যতম শীর্ষ চা…

temi-tea-gardeen

সিকিমের অফবিট ডেস্টিনেশন (Offbeat Travel Story)। টেমি চা বাগান রাভাংলা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি সিকিমের একমাত্র চা বাগান এবং ভারতের অন্যতম শীর্ষ চা বাগানগুলির একটি। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা। অর্গানিক চা চাষ হয় ঠিকই তবে আদতে জায়গাটা স্বর্গের নন্দন কানন। হয়ত নন্দন কাননও এর কাছে তুচ্ছ। যতদূর চোখ যায় ঢেউ খেলানো চা গাছের সারি। উঁচু নিচু। পাহাড়টা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে আকাশের নীল নেমেছে সবুজের বুকে।

তার মধ্যে স্ফটিকের মত স্বচ্ছ মেঘেরা ঘুরে বেড়াচ্ছে আপন মনে। একদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা অন্যদিকে পাহাড়ি ঢালে সবুজে মোড়া বিস্তৃত চা বাগান, নানা রকম পাখির ডাক আর নিঃস্তব্ধ প্রকৃতি। শীতকালে এই শোভা আরও বেড়ে যায় যখন বাগানে মাঝে মাঝে চেরি ফুটে ওঠে। সঙ্গে প্রিয়জন থাকলে ছুটির আমেজ আরও দ্বিগুণ হয়ে যাবে। ( Offbeat Travel Story )

আশে পাশের দ্রষ্টব্য স্থান: টেমি টি বাগানের আশেপাশে দর্শনীয় স্থান বলতে রাভাংলা, নামচি। এছাড়া সামদ্রূপ্সে, পেমিয়্মংসে নাস্ট্রি, নামচি চারধাম, নামচি রোপওয়ে, রক গার্ডেন, রাভাংলা বুদ্ধ পার্ক ইত্যাদি।

কিভাবে যাবেন: কলকাতা থেকে নিজস্ব গাড়ি কিংবা ট্রেনে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে টেমি চা বাগানের দূরত্ব ১১০ কিমি। ৪ ঘন্টার যাত্রায় আপনি বোর হবেন না এটা বলতে পারি। ( Offbeat Travel Story )

কোথায় থাকবেন: বর্তমানে বহু পর্যটক যান টেমি চা বাগানে। তবে বেশিরভাগই যান রাভাংলা বা নামচির সাইট সিন করতে। এখানকার হোম স্টে-তে বসে কাঞ্চনজঙ্ঘাকে সাথে রেখে, গরম চায়ে চুমুকের অভিজ্ঞতাটাই আলাদা। অন্যান্য হোমস্টে ছাড়াও টেমি চা বাগানের মধ্যেই রয়েছে টেমি টি এস্টেট । বাজেটের মধ্যেই থাকার ব্যবস্থা। খরচ ১০০০-১৫০০ জন প্রতি খাবার সহ।