Weather Report: বিদায় নিচ্ছে বর্ষা, নীল আকাশ জানান দিচ্ছে পুজো আসছে…

উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে (Weather Report) বিগত কয়েকদিন ধরে সেখানে তুমুল বৃষ্টিপাত দেখা গিয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে পার্বত্য (North Bengal Weather)…

image 1 Weather Report: বিদায় নিচ্ছে বর্ষা, নীল আকাশ জানান দিচ্ছে পুজো আসছে...

উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে (Weather Report) বিগত কয়েকদিন ধরে সেখানে তুমুল বৃষ্টিপাত দেখা গিয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে পার্বত্য (North Bengal Weather) অঞ্চলের বেশকিছু জায়গায় ধস নামতেও দেখা গেছে।

তবে, হাওয়া অফিস (Alipore Meteorological Department) জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে, পাহাড়ের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) থাকছে। উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারী বৃষ্টির জন্য তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল। ফলে, নদীর তীর থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছিল অনেককেই। তবে আবহাওয়ার উন্নতির কারণে স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে।

   

আর অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) পুজো-পুজো ভাব। কাশফুল জানান দিচ্ছে যে মা (Durga Puja 2024) আসছে। তবে মাঝে-মাঝেই বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) বাঙালির মনে প্রশ্ন তৈরি করছে যে, পুজোর সময় আবার বৃষ্টি হবে না তো? তবে তো উৎসবটাই মাটি।

হাওয়া অফিস (Alipore Meteorological Department) জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাই ঘুম ভাঙতেই শহরবাসীর চোখে পড়ছে নীল আকাশ ও সাদা মেঘের ভেলা। আকাশ আংশিক মেঘা মেঘাচ্ছন্ন থাকলেও, তাকে পাত্তা না দিয়েই পুজোর শপিং-এ (Durga Puja 2024) বেরিয়ে পড়ছেন বঙ্গবাসী।

মৎসজীবীদের জন্যও উপকূল সংক্রান্ত এলাকায় কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপ। ফলে অল্প বৃষ্টিতে ভিজবে বেশ কয়েকটি জেলা।

আজ কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৩%। শহরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আটটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী জেলাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। তবে বুধবার থেকে সামান্য বৃষ্টি বাড়তে পারে। আপাতত, বৃষ্টির তোয়াক্কা না করেই বঙ্গবাসী মেতে উঠেছে শারদীয়ার আনন্দে।